নয়াদিল্লি: বদলা নিতে প্রতিবেশীর দুই বছরের শিশুসন্তানকে খুন করল এক মহিলা। দক্ষিণ-পশ্চিম দিল্লির উত্তমনগরে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা একটি ভাড়া বাড়ির দোতলায় থাকত। প্রতিবেশীর শিশুসন্তানের মাথা দেওয়ালে ঠুকে ওই মহিলা খুন করেছে বলে সন্দেহ। অভিযুক্ত মহিলার সন্তানের সঙ্গে খেলত ওই শিশুটি।
পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে মৃত শিশুর মায়ের সঙ্গে ঝগড়া হয় অভিযুক্তর। গত বুধবার অভিযুক্ত প্রতিবেশীর সন্তানকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করে।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুর বাবা-মা তাঁদের সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন। পরে অভিযুক্তর বাড়িতে জখম অবস্থায় শিশুটিকে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
বদলা নিতে প্রতিবেশীর দুই বছরের শিশুসন্তানকে খুন, গ্রেফতার মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Nov 2017 09:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -