কোয়েম্বাটুর: উন্নাও, কাঠুয়ার ধর্ষণের জেরে দেশজুড়ে অসন্তোষ ছড়িয়েছে। তার মধ্যেই দুটি ঘটনার প্রসঙ্গ তুলে সরকার বিরোধী প্রচারের অভিযোগে এখানকার সরকারি আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে সাসপেন্ড করা হল। আর প্রিয়া নামে ওই ছাত্রীর পড়ুয়াদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন ঘটানোও উদ্দেশ্য ছিল বলে অভিযোগ উঠেছে।
কলেজের অধ্যক্ষ কে গোপালকৃষ্ণনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিয়ার সহপাঠীরা এই মর্মে অভিযোগ করেছেন যে, ওই দুটি ঘটনায় তাঁদের সরকার বিরোধী মতামত প্রকাশ করতে ও ক্লাস বয়কটের জন্য চাপ দেন তিনি।
এমনকী যে সহকারী প্রফেসরকে পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখার জন্য নিযুক্ত করা হয়, প্রিয়া তাঁকেও বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
তাঁর কার্যকলাপের জেরে জাতপাত বিরোধ, বৈরিতা, ধর্মীয় বিরোধ, সাম্প্রদায়িক সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা থাকায় কলেজের নিয়মবিধি অনুসারে তাঁকে সাসপেন্ড করা হয়। প্রিয়াকে প্রিন্সিপালের অনুমতি না নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করা হয়েছে।