নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ভিন্দে 'দুর্ঘটনাবশতঃ' একটি বাছুরের মৃত্যুর জন্য এক মহিলাকে গঙ্গা স্নান করে শুদ্ধ হতে এক সপ্তাহ ভিক্ষে করে টাকা তোলার নির্দেশ দিল স্থানীয় পঞ্চায়েত।
ঘটনাচক্রে বাছুরটির মালকিন কমলেশ শ্রীবাস নামে ওই মহিলা।

তাঁর দাবি, শুক্রবার সকালে তিনি বাছুরটিকে তার মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করছিলেন। আচমকা বাছুরটি গলায় দড়ির ফাঁস লেগে মারা যায়। খবরটা জানাজানি হওয়ার কিছুক্ষণের মধ্যেই সভা বসে স্থানীয় নাই সম্প্রদায়ের পঞ্চায়েতের। তারা কমলেশকে নির্দেশ দেয়, ভিন্দ ছেড়ে তাঁকে আশপাশের গ্রামে সাতদিন ভিক্ষে করে টাকা নিয়ে আসতে হবে।

এদিকে কমলেশ ও তাঁর পরিবার যে ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার পুর প্রতিনিধি মুকেশ গর্গ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি পঞ্চায়েতের ফতোয়ার বিরোধিতা করলেও কেউ কান দেয়নি। মৃত বাছুরটি ওই মহিলার এবং ঘটনাটি অনিচ্ছাকৃত, স্রেফ দুর্ঘটনা বলে জানান মুকেশও। সাজা ঘোষণার ২৪ ঘন্টা পরও ওই মহিলা বাড়ি ফেরেননি বলে জানান তিনি।