মুম্বই: পরিবারের একটি অনুষ্ঠানে তৈরি খাবারে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগে ২৮ বছরের এক গৃহবধূকে গ্রেফতার করল পুলিশ।মহারাষ্ট্রের রায়গড়ে এই ঘটনা ঘটেছে। বিষাক্ত খাবার খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়ির লোকজন ও আত্মীয় স্বজনরা প্রায়ই ওই গৃহবধূ প্রানদিয়া ওরফে জ্যোতি সুরেশ সুরওয়ালেকে গায়ের রঙ নিয়ে খোঁটা দিতেন। সেইসঙ্গে রান্না না করতে পারায় জুটত গঞ্জনা। দু বছর আগে বিয়ে হয়েছিল তাঁর।
রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর জানিয়েছেন, গত ১৮ জুন খালাপুর তেহশিলের মাহাড় গ্রামে সুভাষ মানে নামে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির এক আত্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে খাওয়ার জন্য জন্য তৈরি ডালে কীটনাশক ঢেলে দেন প্রানদিয়া। ওই বিষাক্ত খাবার খেয়ে চার শিশু ও ৫৩ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন অভিযুক্তর আত্মীয়।
শ্বশুরবাড়ির লোকজন ও আত্মীয়দের গঞ্জনায় ক্ষুব্ধ ওই গৃহবধূ বদলা নিতে খাবারে বিষ মিশিয়ে সবাইকে মেরে ফেলার ছক কষেন।
খালাপুরের পুলিশ খাবারের নমুনা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠায়। সেখানে বিষ থাকার কথা ধরা পড়ে।
এরপরই গ্রেফতার করা হয় প্রাণদিয়াকে।