নয়াদিল্লি:  দিল্লি-হরিয়ানা সীমান্তে ধর্ষণের শিকার এক কিশোরী। অভিযুক্ত সংস্থারই ক্যাব চালক ও তার এক বন্ধু। ঘটনার পর তরুণীকে দ্বারকা সেক্টরের ২১ নম্বর মেট্রো স্টেশনের কাছে ফেলে পালায় অভিযুক্তরা। সেখান থেকেই তারপর কিশোরী বিভিন্ন বন্ধুদের তাঁর সঙ্গে ঘটা ঘটনার কথা জানান। তাঁরাই পরে পুলিশে অভিযোগ দায়ের করেন।

গুরুগ্রাম অঞ্চল থেকে মেয়েটিকে অপহরণ করে দিল্লি-হরিয়ানা সীমান্তে নিয়ে যায় ওই দুই ব্যক্তি। সেখানেই চলে পাশবিক অত্যাচার। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। গুরুগ্রামের একটি মলে কাজ করেন ওই কিশোরী। এই ঘটনা থেকে ফের প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা। রাতের দিল্লি ও তার আশপাশের অঞ্চল যে এখনও মেয়েদের জন্যে কতটা ভয়ঙ্কর, তা আরও একবার প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে।

রবিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, শঙ্কর চক এলাকায় একটি মলে কাজ করেন ওই কিশোরী। কাজ শেষে রাত সাড়ে দশটা নাগাদ মল থেকে বেরিয়ে ওই বিপিওর ক্যাবটি ভাড়া করেন নির্যাতিতা। সাধারণত, এই ক্যাবগুলি বিপিওতে তাঁদের কাজ শেষ হয়ে গেলে, অন্য সংস্থার কর্মীদের ড্রপ-পিকআপ দেয়। ন্যায্য ভাড়াই নিয়ে থাকে এই ক্যাবগুলো। তাই সস্তার যাতায়তের জন্যে ওই কিশোরীও ওইরকমই একটি ক্যাব ভাড়া করে। চালক মেয়েটিকে ৩০ টাকার বিনিময় উত্তম নগর মেট্রো স্টেশনে নামিয়ে দেবে বলেছিল, দাবি ওই কিশোরীর। তবে ক্যাবের অন্য যাত্রী নেমে যাওয়ার পরই ক্যাব চালক ও তার বন্ধু মিলে ধর্ষণ করে কিশোরীকে।