বিয়ে করতে ১ লাখ ৮০ হাজার চায় প্রেমিক, কিডনি বেচে টাকা দিতে তৈরি তরুণী!
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2017 01:33 PM (IST)
নয়াদিল্লি: প্রেমের জন্য নিজের একটা কিডনি বেচে দিতেও বিন্দুমাত্র দ্বিধা নেই বিহারের এই মহিলার!
২১ বছরের ওই ডিভোর্সি তরুণী থাকতেন বাবা-মায়ের সঙ্গে। প্রেম হয় প্রতিবেশী যুবকের সঙ্গে। তবে বাবা-মায়ের আপত্তি এই সম্পর্কে। কিন্তু তরুণী নাছোড়, প্রেমিককে বিয়ে করবেনই। সেজন্য বাবা-মাকে ছেড়ে তিনি চলে যান উত্তরপ্রদেশের মোরাদাবাদে, সেখানেই কর্মসূত্রে থাকেন প্রেমিক।
যদিও সেখানে গিয়ে প্রেমিকের মুখে শুনলেন, তিনি বিয়েতে রাজি, তবে শর্ত, ১ লক্ষ ৮০ হাজার টাকা চাই। মেয়েটি কিন্তু প্রেমিকের দাবিতে পিছিয়ে না গিয়ে দিল্লির এক সরকারি হাসপাতালে গিয়ে বললেন, তিনি কিডনি বেচে দিতে চান, বয়ফ্রেন্ডকে টাকাটা দেবেন।
তাঁর আর্জি শুনে ডাক্তারদের সন্দেহ হয়, মেয়েটি বেআইনি কিডনি পাচার চক্রের পাল্লায় পড়েছেন হয়তো। খবর পাঠানো হয় ১৮১ মহিলা হেল্পলাইনে, পুলিশে। দিল্লি মহিলা কমিশনের টিম হাসপাতালে গিয়ে মেয়েটির বক্তব্য শোনে।
কমিশনের সদস্যরা তাঁকে বুঝিয়েসুঝিয়ে নিরস্ত করেন, পরামর্শ দেন যাতে তিনি প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু এত কিছুর পরও প্রেমিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারাজ তিনি। বিহারে বাবা-মায়ের কাছেই ফিরে গিয়েছেন তরুণী।
দিল্লি মহিলা কমিশন মেয়েটির ঘটনাটি বিস্তারিত জানিয়ে বিহার মহিলা কমিশনকে আবেদন করেছে, তারা যাতে ছেলেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে বুঝিয়ে রাজি করে।
ঘটনাটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া লিখুন নীচের কমেন্টস বক্সে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -