ব্রিটেন থেকে ৩২,০০০ কিমি পথ পেরিয়ে আসার সময় ৩২টি দেশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে এসেছেন প্রবাসী এই মহিলা। তাঁর এই মূল যাত্রা শেষ করতে মোট ৫৭ দিন লেগেছে। পুরো যাত্রাপথে প্রবাসী এই গুজরাতি মহিলা একটি বার্তাই সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কন্যা সন্তানদের বাঁচাও, শিক্ষা দাও।
৩২ হাজার কিমি পথ পেরিয়ে আসতে গিয়ে ৩২টি দেশের নাগরিকদের সঙ্গে কথা বলেছেন ভরুলতা। তাঁদের সংস্কৃতির সংস্পর্শে এসেছেন। সেখান থেকে টাকা তুলেছেন এবং সেই অর্থ দিয়ে ভরুলতা এবার ভারতে একটি উচ্চমানের হাসপাতাল তৈরি করতে আগ্রহী।
প্রসঙ্গত, তিনিই হচ্ছেন প্রথম মহিলা যিনি মাত্র ৫৭ দিনে ৩২টি দেশ পেরিয়ে, ৩২ হাজার কিমি পথ অতিক্রম করে ভারতে এসে পৌঁছেছেন। তিনি গত ৮ নভেম্বর মণিপুরের মোরে চেক পোস্টে প্রথম এসে পৌঁছন।
মিসেস কাম্বলেকে তাঁর এই যাত্রাপথে মোট নটি পর্বতমালা, তিনটি মরুভূমি এবং দুটি মহাদেশ পেরোতে হয়েছে। নটি পর্বতমালা পেরোতে এই মহিলাকে প্রায় ৫,৫০০ কিমি পথ পাহারি রাস্তায় গাড়ি চালাতে হয়েছে, যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৩,৭০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায়। মরুভূমিতে আড়াই হাজার কিমি পথ গাড়ি চালাতে হয়েছে। এই দুই যাত্রার জন্যে মহিলার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠে গেছে।