মীরাট: উত্তরপ্রদেশের বুলন্দশহরের কাছে মা-মেয়েকে গণধর্ষণ করল ডাকাত-দল। শুক্রবার রাতে এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। নির্যাতিতা মা ও মেয়ে পরিবারের অন্য চার সদস্যের সঙ্গে গাড়িতে করে দিল্লি-কানপুর ৯১ নম্বর জাতীয় সড়ক দিয়ে নয়ডা থেকে শাহজাহানপুর যাচ্ছিলেন। রাতে তাঁরা রওনা দেন। পথে দোস্তপুর গ্রামের কাছে রাস্তার ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা ডাকাতরা গাড়ি লক্ষ্য করে লোহার রড ছোঁড়ে। চালক গাড়ি থামাতেই ঘিরে ফেলে ডাকাত দল। বন্দুক দেখিয়ে তারা চালককে গাড়ি জাতীয় সড়ক থেকে  মাঠে নামাতে বাধ্য করে। ৩৫ বছরের মা ও তাঁর ১৪ বছরের কিশোরীকে মেয়েকে তিনঘন্টা ধরে গণধর্ষণ করে ডাকাতরা। পরে তাঁদের কাছ থেকে ১১ হাজার টাকা ও কিছু গয়না ছিনিয়ে অন্ধকারে চম্পট দেয় দুষ্কৃতীরা।
গাড়ির চাকা কাদায় ডুবে যাওয়ায় পরিবারের সদস্যরা সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। তাঁদের দীর্ঘক্ষণ মাঠেই আটকে থাকতে হয়। শনিবার সকালে তাঁরা কোনওক্রমে নিকটবর্তী থানায় গিয়ে এফআইআর দায়ের করেন।
ডিআইজি (মীরাট রেঞ্জ) লক্ষ্মী সিংহ জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য পুলিশ ছটি দল গঠন করেছে এবং দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
বুলন্দশহরের এসএসপি বৈভব কৃষাণ জানিয়েছেন, নির্যাতিতাদের মেডিক্যাল পরীক্ষা হয়েছে এবং রাজ্যের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সাহায্য চাওয়া হয়েছে।


ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে তাঁরা সরব হন। এরপরই কোতওয়ালি দেহাতের স্টেশন অফিসার এবং নাইট ডিউটি অফিসারকে সাসপেন্ড করা হয়।এছাড়াও সার্কেল ইন্সপেক্টরের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।