নয়াদিল্লি: ইসলাম-ই মহিলাদের মসজিদে প্রবেশ করার অধিকার দিয়েছে এবং এর জন্য কোনও ফতোয়া মানারও প্রয়োজন নেই, সর্বোচ্চ আদালতকে বলল মুসলিম পার্সোনাল ল বোর্ড।
সমস্ত মসজিদে মহিলাদের নমাজ পড়ার অধিকার দেওয়া হোক, সুপ্রিম কোর্টে দায়ের হওয়া এই হলফনামার জবাবেই বুধবার মুসলিম ল বোর্ড দাবি করে, “মহিলাদের মসজিদে প্রবেশ করার অধিকার দিয়েছে ইসলাম। তবে পুরুষদের মতো মহিলাদের শুক্রবার নমাজ পড়ার কোনও বাধ্যবাধকতা নেই।” এমনকি, মসজিদে একই সঙ্গে পুরুষ ও মহিলাদের নমাজ পড়তেও কোনও বাধা নেই বলে জানিয়েছে তারা। মুসলিম ল বোর্ডের বক্তব্য, “ইসলামিক নথি অনুযায়ী মহিলারা মসজিদে প্রবেশ করতে পারেন এবং সেখানে নমাজ পড়ার অধিকারও তাঁদের রয়েছে। যদি কোনও ফতোয়া প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে তা মেনে চলারও প্রয়োজন নেই।”
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে ইয়াসমিন জুবির আহমেদ ও জুবির আহমেদ নাজির, এই দুই পীরজাদার আবেদনের ভিত্তিতেই একটি নোটিস ইস্যু করে সর্বোচ্চ আদালত। পীরজাদারা আদালতে জানান, মহিলাদের মসজিদে প্রবেশ না করতে দেওয়া অসংবিধানিক এবং তা জীবনের অধিকার, সাম্যের অধিকার ও লিঙ্গ সাম্যের মতো মৌলিক অধিকারের পরিপন্থী। তাঁদের আবেদন ছিল, সরকার এবং মুসলিম প্রতিষ্ঠানগুলো মহিলাদের মসজিদে ঢোকার অনুমতি দিক। শুধু প্রবেশাধিকারই নয়, মহিলাদের যাতায়তের জন্য আলাদা কোনও দরজা যেন না থাকে, তারও দাবি জানানো হয়। মুসলিম ল বোর্ড এই পরিপ্রেক্ষিতেই এদিন বলে, তারা কোনও ভিন্ন ধর্মীয় মত নিয়ে মন্তব্য করবে না। তবে ইসলামে মহিলাদের মসজিদে প্রবেশ নিয়ে যে কোনও প্রতিবন্ধকতা নেই, তাও পরিষ্কার করে দেওয়া হয়। বোর্ডের বক্তব্য, মহিলারা তাঁদের ইচ্ছে অনুযায়ী মসজিদে কিংবা নিজের বাড়িতে নমাজ পড়তে পারেন, এ নিয়ে ইসলামে কোনও বিধি নিষেধ নেই।