নয়াদিল্লি: তিন তালাককে 'জ্বলন্ত সমস্যা' বললেন রাজনাথ সিংহ। এও বললেন, ভারতের মতো উন্নয়নশীল দেশে মেয়েদের 'দ্বিতীয় শ্রেণি'র নাগরিক বানিয়ে ফেলে রাখা চলবে না। এখানে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিন্ন দেওয়ানি বিধি -র মতো বিতর্কিত ইস্যু নিয়ে খোলামেলা আলোচনার পক্ষে অভিমত জানান।

বলেন, এ ব্যাপারে ঐকমত্য তৈরি হলে কারও সমস্যা হওয়ার কথা নয়। সংবিধান নির্মাতারাই চেয়েছিলেন, প্রতিটি নাগরিকের ক্ষমতায়নে অভিন্ন দেওয়ানি বিধি রূপায়নে সরকার যেন সচেষ্ট হয়। বাবা সাহেব অম্বেডকর সংবিধানে নারী-পুরুষ, প্রত্যেকের ক্ষমতায়ন হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এটা সবারই স্বীকার করা উচিত, উন্নয়নশীল দেশে আমরা মেয়েদের পিছনে ফেলে রাখতে পারি না। দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে ভাবতে পারি না। কোনও প্রগতিশীল সমাজেই এটা হয় না।

রাজনাথ এও বলেন, তিন তালাক এই সময়ের এক জটিল সমস্যা।  সংবিধানের ৪৪ অনুচ্ছেদের সঙ্গে কি তিন তালাক সঙ্গতিপূর্ণ? এর মীমাংসা করতে পারে আদালতই। যখনই তিন তালাক নিয়ে বিতর্কে হয়, কেউ কেউ বলেন, তাঁদের ওপর অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সংবিধানের ডায়রেক্ট প্রিন্সিপলস অব স্টেট পলিসিতে তো এ নিয়ে আলোচনা হয়েছে। সরকার তা কার্যকর করতে প্রয়াসী হবে।

সরকার জাতীয় মামলা নীতি তৈরির প্রস্তাব খতিয়ে দেখছে বলেও জানান রাজনাথ। এর ফলে বকেয়া মামলার বোঝা কমতে পারে বলে দাবি করা হচ্ছে।