দেহরাদুন: প্রথমে সেনা পুলিশে জওয়ান হিসেবে যোগ দেবেন মেয়েরা। তারপর দরকারমত তাঁদের পাঠানো হবে যুদ্ধক্ষেত্রে। সেনা প্রধান বিপিন রাওয়াত ফের জানালেন এ কথা।

গত সপ্তাহেই সেনা প্রধান জানান, যুদ্ধক্ষেত্রে মহিলা সেনাকর্মী নিয়োগে সবুজ সংকেত দিয়েছে সেনা। বিষয়টি এখন কেন্দ্রের বিবেচনাধীন। আজ তিনি জানিয়েছেন, মহিলা জওয়ানদের প্রথমে মিলিটারি পুলিশে নেওয়া হবে, সাফল্য পেলে ভাবা হবে তাঁদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার ব্যাপারে।

রাওয়াত জানিয়েছেন, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ সেনার ওপর হামলা চালাচ্ছে মহিলাদের পুরোভাগে রেখে। এদের সামাল দিতে মহিলা জওয়ান দরকার।

এই মুহূর্তে মহিলারা সেনায় যোগ দেন চিকিৎসা, আইন, শিক্ষা, সিগন্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে। কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুর মুখোমুখি হওয়া শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ।

গত বছরই অবশ্য ফাইটার পাইলট পদে মহিলা নিযুক্তিকরণ শুরু করেছে বায়ুসেনা। অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত ও মোহনা সিংহ ফাইটার পাইলট হিসেবে বায়ুসেনায় যোগ দিয়েছেন।