নয়াদিল্লি: মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহান সরকারকে 'কৃষক-বিরোধী' বলে তোপ কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। মধ্যপ্রদেশের মুঙ্গাওলি বিধানসভা কেন্দ্রে সামনেই উপনির্বাচন। সেখানকার মিরকাবাদ পঞ্চায়েত এলাকায় এক জনসভায় তিনি বলেন, রাজ্যে ক্ষমতাসীন কৃষক-বিরোধী বিজেপি সরকার গত জুনে আন্দোলনরত কৃষকদের ওপর গুলি চালিয়েছিল। আমি শপথ নিয়েছি, এই সরকার রাজ্য থেকে বিদেয় না হওয়া পর্যন্ত একটিও মালা পরব না।
কংগ্রেস বিধায়ক মহেন্দ্র সিংহ কালুখেড়ার মৃত্যুতে মুঙ্গাওলি আসনটি ফাঁকা রয়েছে। শিবরাজের বিরুদ্দে ভোটপ্রচারে মুঙ্গাওলি এসে বড় বড় প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলে জ্যোতিরাদিত্য বলেন, উনি যে কোনও প্রতিশ্রুতি দিতে পারেন। আমি নিশ্চিত, আপনারা চাইলে উনি হাতে চাঁদ এনে দেওয়ার প্রতিশ্রুতিও দেবেন! মুঙ্গাওলি জ্যোতিরাদিত্যের লোকসভা কেন্দ্র গুনার মধ্যে পড়ছে।
বিমুদ্রাকরণ জনগণকে, বিশেষত মহিলাদেভাষণে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে আক্রমণ করে জ্যোতিরাদিত্য কটাক্ষ করেন, উনি নিজেকে পূজারী বলে থাকেন, তবে আজকাল ভগবানকেও জেলে পুরে দিচ্ছেন।র বিরাট দুর্ভোগে ফেলেছে বলে দাবি করে এজন্য নরেন্দ্র মোদী সরকারেরও তীব্র সমালোচনা করেন তিনি।