পরদিনই গালিবের বিখ্যাত কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে রাহুল ট্যুইট করেন, নিজেকেই প্রতারিত, বিভ্রান্ত করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাহুল বলেন, সকলেই জানে, সহজে ব্যবসা করার পিছনে বাস্তবটা কী, তবে ডঃ জেটলি এ নিয়ে ভেবে নিজে মনে মনে খুশি থাকবেন।
পাল্টা জেটলির খোঁচা, ইউপিএ জমানায় 'দুর্নীতি করতে সুবিধা' হত, এনডিএ আমলে তা দূর হয়েছে, এখন 'ব্যবসা করায় সুবিধা' হচ্ছে। ইউপিএ আর এনডিএ শাসনের মধ্যে এটাই ফারাক।
বিশ্বব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, কর ব্যবস্থা, লাইসেন্স প্রদান, বিনিয়োগকারীর সুরক্ষা, দেউলিয়া সংক্রান্ত বিরোধ মীমাংসায় একগুচ্ছ সংস্কারের ফলে ভারতে এখন ব্যবসা করা সহজ হয়ে উঠেছে। এক্ষেত্রে ১৩০ থেকে ১০০ নম্বরে উঠে এসেছে ভারত।
জেটলি আজ এ নিয়ে সাংবাদিক বৈঠকে দাবি করেন, বিশ্বব্যাঙ্কের রিপোর্টে কাঠামোগত সংস্কার চালাচ্ছে, এমন বড় দেশ হিসাবে একমাত্র ভারতের নামই রয়েছে।
পাল্টা গুজরাতে এক জনসভায় কংগ্রেস সহ সভাপতি বলেন, সহজে ব্যবসা করার ক্ষেত্রে সত্যিই উন্নতি হয়েছে কিনা, তা জেটলি ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। রাহুলের তোপ, গোটা দেশ চিত্কার করে এটাই বলবে যে, ব্যবসা করায় সুবিধা নেই, আপনারাই বিমুদ্রাকরণ, জিএসটির মাধ্যমে তা ধ্বংস করেছেন।