নয়াদিল্লি: আজ আন্তর্জাতিক যোগ দিবস। ভারতের সঙ্গে সারা দুনিয়া জুড়ে পালন করা হচ্ছে এই দিনটি। যে কোনও অসুখকে বিনা ওষুধে জয় করা যায় যোগ চর্চার মাধ্যমে। ধোনী-দরিদ্র নির্বিশেষে, কোনও অর্থ, ক্ষমতা ছাড়াই ভারতের এই প্রাচীন ঐতিহ্য যেকেউ পালন করতে পারেন। সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় ব্যক্তিরা আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।





আজ চণ্ডীগড়ের ক্যাপিটল কমপ্লেক্সে আয়োজিত যোগ প্রদর্শন অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



 




সেখানে তিনি বলেন, যোগ কোনও ধার্মিক কর্মকাণ্ড নয়, তাই অযথা এনিয়ে কোনও বির্তক তৈরি না করাই ভাল। উন্নত বা উন্নয়নশীল সমস্ত দেশেই যোগের কদর রয়েছে। শরীর-মন সুস্থ রাখতে মোবাইলের মতো যোগাভ্যাসকে আত্মস্থ করার পরামর্শ দিয়েছেন মোদী।

 


তিনি বলেন, যোগ নিয়ে বিশ্ববাসীর উত্সাহ দেখার মতো। সমাজের প্রতিটি স্তরের মানুষ যোগকে সমর্থন করেছেন। দেশ থেকে ডায়াবেটিস দূর করার জন্য যোগাভ্যাস জরুরি।

 



একইসঙ্গে আগামী বছর থেকে যোগের জন্য দুটি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবসের উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। চণ্ডীগড়ে তিরিশ হাজার মানুষের জমায়েতে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফরিদাবাদে পৃথক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।



ভোপালে যোগ সংক্রান্ত অপর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।

ধ্যানে মগ্ন রাজনাথ সিংহ





কেন্দ্রীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর যোগপালন