গোটা বিশ্ব মানে, ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত বাড়ছে, যশবন্তের পাল্টা রাজনাথ
Web Desk, ABP Ananda
Updated at:
27 Sep 2017 06:12 PM (IST)
নয়াদিল্লি: পুরানো এনডিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা যশবন্ত সিনহার বিস্ফোরক মন্তব্যের প্রতিক্রিয়ায় বর্তমান নরেন্দ্র মোদী সরকারের শীর্ষমন্ত্রী রাজনাথ সিংহের দাবি, গোটা বিশ্ব জানে, ভারতের অর্থনীতি বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে এগচ্ছে, এটা ভুলে গেলে চলবে না।
ভারতের অর্থনীতির হাল সম্পর্কে একটি জাতীয় দৈনিকে সম্প্রচারিত নিজের নিবন্ধে বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে বিঁধেছেন যশবন্ত, যা নিয়ে তীব্র আলোড়ন হচ্ছে।
'আই নিড টু স্পিক নাও' শিরোনামে প্রকাশিত নিবন্ধে অটলবিহারী বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী 'দেশের অর্থনীতি বিপর্যস্ত করে ছেড়েছেন' বলে অভিমত জানিয়ে জেটলির তীব্র সমালোচনা করেছেন।
তবে যশবন্তের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, গোটা দুনিয়া ভারতকে সবচেয়ে দ্রুত বেড়ে চলা অর্থনীতির স্বীকৃতি দিয়েছে। এটা কারও ভুলে যাওয়া উচিত নয়। অর্থনীতির ক্ষেত্রে ভারতের বিশ্বাসযোগ্যতা সারা দুনিয়ার সামনে প্রতিষ্ঠিত।
মোদী জমানায় বিজেপিতে কোণঠাসা বলে পরিচিত যশবন্ত পরের লোকসভা ভোটের আগে অর্থনীতির পুনরুজ্জীবনের সম্ভাবনা খুবই কম, বাস্তবের রুক্ষ জমিতে 'আছাড় খাওয়া' অনিবার্য হতে পারে বলেও অভিমত জানিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -