মুম্বই: এক-রানওয়ে বিশিষ্ট রানওয়ের শ্রেণিতে নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়ল মুম্বই বিমানবন্দর। ২৪-ঘণ্টা সময়ে বিমানবন্দরে মোট ৯৬৯টি বিমান ওঠানামা করেছে। এই অনন্য রেকর্ড গড়া হয়েছে শুক্রবার। এর আগের রেকর্ডও ছিল মুম্বইয়ের দখলেই।


নিউইয়র্ক, লন্ডন, দুবাই ও দিল্লির মতো মেগ-শহরে বিমানবন্দরগুলিতে একাধিক রানওয়ে রয়েছে। যা দিয়ে প্রতিনিয়ত বিমান টেক-অফ বা ল্যান্ডিং করছে।


মুম্বইতেও দুটি রানওয়ে রয়েছে। কিন্তু, দুটি রানওয়ে সমান্তরাল নয়। একটি-অপরকে আড়াআড়িভাবে পার করে। ফলে, একটি সময় একটিই রানওয়ে ব্যবহৃত হয়।


সাধারণত, প্রতিদিন গড়ে ৯০০টি মত ফ্লাইট অপারেট করে মুম্বই বিমানবন্দর থেকে। কোনও কোনও দিন অ-নির্ধারিত ও প্রাইভেট বিমানের আসা-যাওয়ার পরিমাণ বৃদ্ধি হলে, সেই সংখ্যাও বেড়ে যায়।


যেমনটা হয়েছিল শুক্রবার। সেদিন ভোর সাড়ে পাঁচটা থেকে শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত মোট ৯৬৯টি ফ্লাইট ওঠানামা করেছে। এর আগের ৯৩৫ বিমান ওঠানামার রেকর্ডটিও এই বিমানবন্দরের দখলে ছিল। কর্তৃপক্ষের আশা, শীঘ্রই তারা একদিনে হাজার সংখ্যা ছুঁয়ে ফলবে।