মুম্বই: মুম্বইয়ের একটি হাসপাতালে স্থুলতা কমানোর অস্ত্রোপচার হল বিশ্বের সবচেয়ে ভারী মহিলা এমান আহমেদের। মিশরের এই মহিলার ওজন ৫০০ কেজি। তিনি গত মাসে চিকিৎসার জন্য ভারতে এসেছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার এমানের অস্ত্রোপচার হয়েছে। তাঁকে এখন তরল খাবার দেওয়া হচ্ছে। আপাতত স্থিতিশীল এমান। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তিনি যাতে সুস্থ হয়ে মিশরে ফিরে যেতে পারেন, সেই চেষ্টা করা হচ্ছে।

৩৬ বছর বয়সি এমান বিশেষ বিমানে ভারতে আসার আগে গত ২৫ বছর বাড়ির বাইরে যেতে পারেননি। অত্যধিক ওজনের জন্য তিনি শুয়েই থাকতেন। চিকিৎসকরা তাঁর ওজন কমিয়ে চলাফেরার উপযুক্ত করে তোলার বিষয়ে আশাবাদী।