নয়াদিল্লি: হাওয়াইয়ের বদলে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ বসতে পারে লাদাখে।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মৌনা কিয়ায় বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ বসানো হবে বলে ঠিক হয়েছিল। গত বছরেই এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় মানুষের প্রতিবাদের জেরে প্রকল্পটির কাজ শুরু করা যায়নি। সম্প্রতি হাওয়াইয়ের সুপ্রিম কোর্ট এই প্রকল্পের অনুমতি বাতিল করে দিয়েছে।

যে সংস্থা এই টেলিস্কোপ তৈরি করবে, তারা হাওয়াই বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তাবিত জায়গাতেই টেলিস্কোপ বসানোর অনুমতি আদায় করতে চাইছে। তবে প্রকল্পটির বৈজ্ঞানিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে বিকল্প জায়গার খোঁজ চলছে।

থার্টি মিটার টেলিস্কোপ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর বাচাম ঈশ্বর রেড্ডি বলেছেন, টেলিস্কোপ তৈরি করার কাজ দেড় থেকে দুবছর পরে শুরু হতে পারে। ভারত ছাড়াও চিলি সহ কয়েকটি দেশের কথা ভাবা হচ্ছে।

ভারত এই টেলিস্কোপ নির্মাণ প্রকল্পের সহযোগী। বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরমাণু শক্তি মন্ত্রকের আওতায় এই প্রকল্পের কাজ হয়। এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেছেন, টেলিস্কোপটি লাদাখে বসানো হলে স্থানীয় মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন। এছাড়া ওই অঞ্চলের উন্নয়ন হবে। এর ফলে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের উন্নতি হবে।