নয়াদিল্লি: ভারতের মাটিতে পা রেখেই গাঁধী স্মরণে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোস। আমাজনের কর্ণধার জেফ বেজোস মঙ্গলবার রাজঘাটে গিয়ে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদেন করেন। তাঁর রাজঘাটে যাওয়া এবং গাঁধীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনের একটি ভিডিও পোস্ট করে আমাজনে কর্ণধার লেখেন, “ভারতে নেমেই এমন একজন মানুষের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করলাম, যিনি গোটা বিশ্বকে পাল্টে দিয়েছেন।”ওই ট্যুইটেই গাঁধীর একটি উদ্ধৃতিও উল্লেখ করেন বেজোস। যেখানে লেখা হয়েছে, “এমনভাবে বাঁচো যেন আগামীকালই তোমার মৃত্যু হবে। এমনভাবে শেখো যেন তুমি চিরজীবী হবে।”
দিল্লিতে দিন দুয়েক থাকার কথা রয়েছে জেফ বেজোসের। এখানে আমাজনের কয়েকটি অনুষ্ঠানে থাকার কথা তাঁর। সূত্রের খবর, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ আরও নীতিনির্ধারকদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।