আমদাবাদ: জম্মু ও কাশ্মীরে কর্মরত স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আতঙ্কে ভুগে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন এক সেনা জওয়ানের স্ত্রী। পুলিশ জানিয়েছে, গুজরাতের দেবভূমি দ্বারকা জেলায় এ ঘটনা ঘটেছে। মীনাক্ষি জেঠোয়া নামে ২২ বছর বয়সি ওই মহিলা খাম্বালিয়া এলাকায় নিজের বাড়িতে সিলিং থেকে গলায় দড়ির ফাঁস পরে আত্মঘাতী হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মীনাক্ষীর স্বামী ভূপেন্দ্রসিন জম্মু ও কাশ্মীরের গুলমার্গে সেনাবাহিনীতে নিযুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি ফেরেন। মাত্র ২ বছর তাঁদের বিয়ে হয়েছে। স্থানীয় এক পুলিশ অফিসার জানান, মীনাক্ষী চাইছিলেন না, স্বামী গুলমার্গে ফিরে যান। ভূপেন্দ্রসিন নাকি তাঁকে কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় একবার ধসে চাপা পড়তে পড়তে কোনওক্রমে বেঁচে যাওয়ার কাহিনি বলেন। এতে ভয় পেয়ে যান মীনাক্ষি। পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আইইডি বিস্ফোরণে ৪০ জওয়ানের মৃত্যুর খবর তাঁর আতঙ্ক বাড়িয়ে দেয়। স্বামীর কাজে ফেরার জন্য কাশ্মীর রওনা হওয়ার দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রবল আতঙ্ক, অবসাদ গ্রাস করে মীনাক্ষিকে। তিনি গলায় দড়ি দেন।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।