নয়াদিল্লি: সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে মাঝেমধ্যেই জম্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশকে যথাক্রমে পাকিস্তান, চিনের অংশ বলে দেখানো হচ্ছে। সম্প্রতি ট্যুইটারে কাশ্মীরের ভৌগোলিক অবস্থান দেখানো হয়েছে চিনে। জম্মুকে দেখানো হয়েছে পাকিস্তানে। ভারতের কড়া প্রতিবাদের জেরে দুঃখ প্রকাশ করে ভুল সংশোধন করে ট্যুইটার। এবার এমন অবাঞ্ছিত বিড়ম্বনা এড়াতে ভারত জানাল, এবার থেকে দেশের মানচিত্র ভুল ভাবে দেখানো হলে জরিমানা হবে প্রায় ১০০ কোটি টাকা পর্যন্ত। তার সঙ্গে সর্বোচ্চ সাত বছর কারাবাসের সাজা।
এ ব্যাপারে একটি বিল আনা হয়েছে। মহাকাশ থেকে বা উপগ্রহ, বিমান, বেলুন, মানবহীন যান থেকে তোলা ভৌগোলিক অবস্থান সংক্রান্ত ছবি বা তথ্য, সমীক্ষা, চার্ট, যা কোনও দেশের ভূখণ্ডের চেহারা তুলে ধরে, সেই সংক্রান্ত আলোচনা রয়েছে বিলে। তাতে বলা হয়েছে, কেউ ইন্টারনেট বা অনলাইন পরিষেবা থেকে ভারতের ভৌগোলিক বৈশিষ্ঠ্য বা চেহারা সংক্রান্ত কোনও ভুল বা জাল ছবি-তথ্য নিতে পারবে না, এমন কোনও ছবি ছাপতে, প্রচার বা বিলি করতেও পারবে না।
যিনিই আইন ভেঙে ভারত সংক্রান্ত এমন কোনও ছবি, তথ্য নেবেন বা ব্যবহার করবেন, তাকে সাজা পেতে হবে। ১ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে বা সাত বছর পর্যন্ত জেল হবে। উপগ্রহ, বিমান, বেলুন থেকে তোলা ভারতের ভৌগোলিক অবস্থানের কোনও ছবি-তথ্য নিতে বা ব্যবহার করতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে আগে।
পাশাপাশি এও বলা হয়েছে, এবার থেকে একটি সিকিউরিটি ভেটিং অথরিটি তৈরি করা হবে। যারা সময় বেঁধে ভারতের ভৌগোলিক তথ্য সংক্রান্ত মানচিত্রের ভুল-ক্রটি, নির্ভুলতার দিকগুলি খতিয়ে দেখবে। তাতে ভারত সরকারের যুগ্ম সচিব পদ মর্যাদার কোনও অফিসার। তিনি হবেন চেয়ারম্যান। বাকি দুজন সদস্যের একজন হবেন টেকনিক্যাল বিশেষজ্ঞ। আরেকজন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ।
খসড়া বিলে এও বলা হয়েছে, গুগলের মতো অনলাইন প্ল্যাটফর্মকে ভারতে গুগল মানচিত্র বা গুগল আর্থ বের করতে হলে লাইসেন্স চেয়ে আবেদন করতে হবে।
ভারতের ভুল মানচিত্র ছাপলে সাত বছর পর্যন্ত জেল, ১ কোটি থেকে ১০০ কোটি টাকা জরিমানা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2016 02:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -