লখনউ: মুসলিম অনুষ্ঠানে রাজ্যের মাদ্রাসাগুলির ছুটি কাটছাঁটের নির্দেশ দিল যোগী আদিত্যনাথ সরকার। কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানের দিন মাদ্রাসা বন্ধ রাখা আবশ্যিক করা হয়েছে।

উত্তর প্রদেশের মাদ্রাসাগুলি এতদিন বন্ধ থেকেছে দোল, অম্বেডকর জয়ন্তী ও যাবতীয় মুসলিম অনুষ্ঠানে। কিন্তু রাজ্য সরকার যে নয়া ক্যালেন্ডার বার করেছে তাতে দেখা যাচ্ছে, ৭টি অনুষ্ঠানে বন্ধ রাখতেই হবে যাবতীয় মাদ্রাসা। এগুলি হল, মহাবীর জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, রাখি বন্ধন, মহানবমী, দীপাবলী, দশেরা ও ক্রিসমাস।

এ ছাড়া বার্ষিক ৯২টি ছুটির সংখ্যা কমিয়ে করা হয়েছে ৮৬। ইদের জন্য বার্ষিক ছুটি ৪৬ দিনের বদলে করা হয়েছে ৪২। শীতকালীন ছুটিও ১৩ থেকে কমিয়ে ১০ দিন করা হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিন এখনও শুক্রবারই রয়েছে।

মাদ্রাসাগুলি নিজেদের প্রয়োজনমত ১০ দিন ছুটি দিতে পারত। সেই ছুটির সংখ্যা কমিয়ে ৪-এ নামিয়ে আনা হয়েছে। ঠিক হয়েছে, ওই ছুটিগুলি ব্যবহার করা হবে দেশনেতাদের জন্মদিনে, যাতে পড়ুয়ারা তাঁদের সম্পর্কে জানতে পারে।