মুম্বই: দুদিনের জন্য মুম্বইয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নয়ডায় তিনি ফিল্ম সিটি তৈরি করতে আগ্রহী। বলিউডের প্রভাবশালী মহলের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেই প্রকল্প নিয়ে আলোচনা করছেন বলেও জানা গিয়েছে। যে ঘটনার পর থেকে জল্পনা শুরু হয়েছে, আদিত্যনাথ কি তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুম্বইয়ের একাধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান! যদিও শিবসেনা সেই জল্পনা উড়িয়ে দিচ্ছে। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মুম্বই থেকে ফিল্ম সিটি সরিয়ে নিয়ে যাওয়া দুষ্কর।


নয়ডায় তৈরি হবে ফিল্মসিটি। উত্তরপ্রদেশের নয়ডায় ফিল্মসিটি তৈরি নিয়ে মঙ্গলবার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে দেখা করেন যোগী আদিত্যনাথ। মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের ওবেরয় হোটেলে বসেই অক্ষয়ের সঙ্গে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করে নিজেই খিলাড়ির সঙ্গে তাঁর বৈঠকের কথা জানান যোগী।

ফিল্মসিটি তৈরি নিয়ে অক্ষয় কুমারের সঙ্গে যোগী আদিত্যনাথের বৈঠকের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। সংবাদ সংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, ‘মুম্বই ফিল্মসিটিকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। দক্ষিণে যেমন একটি বড় ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, তেমনি পঞ্জাব এবং পশ্চিমবঙ্গেও রয়েছে। যোগীজি কি ওইসব রাজ্যের পরিচালক, প্রযোজক, অভিনেতাদের সঙ্গে বৈঠক করেছেন নাকি মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গা পরিবর্তন নিয়েই তাঁদের মধ্যে শুধু কথা হয়েছে?’

সঞ্জয় সেখানেই থেমে থাকেননি। আগেও যে মুম্বই থেকে ফিল্মসিটি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এবং সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়, মনে করিয়ে দিয়েছেন শিবসেনা মুখপাত্র। সঞ্জয় সাংবাদিকদের বলেছেন, ‘আগেও এই চেষ্টা করে হয়েছে। অন্য কোথায় মুম্বইয়ের সিনেজগতের অনুকরণে কিছু তৈরি করা কঠিন। মুম্বইয়ে সিনেমার গৌরবময় ও উজ্জ্বল ইতিহাস রয়েছে।’

পাশাপাশি সঞ্জয় খোঁচা দেন, ‘নয়ডার ফিল্মসিটির এখন কী অবস্থা? মুম্বইয়ের ফিল্মসিটি কি লক্ষ্ণৌ বা পটনায় তৈরি করা সম্ভব?’ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের সেক্টর ২১-এ যমুনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন গৌতম বুদ্ধ নগরে তৈরি হচ্ছে প্রস্তাবিত ফিল্মসিটি।