লখনউ: এবার উত্তরপ্রদেশের সর্বোচ্চ সম্মান যশভারতী পুরস্কার যেটা চালু করেছিল মুলায়ম সিংহ সরকার প্রায় দুদশক আগে, এবার সেই পুরস্কারের বিষয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের এই সর্বোচ্চ সম্মানপ্রাপকদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, নাসিরউদ্দিন শাহ এবং নওয়াজউদ্দীন সিদ্দিকির মতো তারকারা।
মুলায়ম সিংহ যাদব এই পুরস্কার প্রদান অনুষ্ঠান চালু করেছিলেন ১৯৯৪ সালে। মূলত এই পুরস্কার তাঁদেরই দেওয়া হয়, যাঁরা উত্তরপ্রদেশকে গর্বিত করেছেন। কিন্তু অখিলেশ সরকারের আমলে এই পুরস্কারের অর্থ মূল্য ১১ লক্ষ টাকা এবং ৫০ হাজার টাকা পেনশন নিজেদের ইচ্ছেমত পছন্দসয়ী লোককে দেওয়ার অভিযোগ ওঠে। সূত্রের দাবি, সত্যিই যদি তদন্ত হয়, তাহলে হয়তো দেখা যাবে ৫০ হাজার টাকা এই পেনশনের অর্থ কার্যত অপব্যবহার করা হয়েছে। যে সমস্ত পুরস্কার প্রাপকরা এখন সেই টাকা পাচ্ছেন সেটাও বাতিল হয়ে যেতে পারে।
তবে যশভারতী বিজয়ীদের মধ্যে রয়েছেন গোটা বচ্চন পরিবার। জানা গিয়েছে অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বর্য এই পুরস্কারের সঙ্গে পাওয়া ৫০ হাজার টাকা পেনশন হিসেবে গ্রহণ করেননি। গত কয়েক বছরে আরও যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই সম্মান পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন হরিবংশ রাই বচ্চন, গায়িকা সুভা মুদগল এবং কৈলাস খের, ক্রিকেটার ভূবনেশ্বর কুমার। তবে মায়াবতী যখন ক্ষমতায় আসেন তখন তিনি এই পুরস্কার অনুষ্ঠান বন্ধ করে দেন।
২০১২ সালে ফের যখন ক্ষমতায় আসেন অখিলেশ যাদব, তিনি ফের এই পুরস্কার প্রথা চালু করেন। কিন্তু তখন বহু বিতর্কও এরসঙ্গে জুড়ে যায়।তিনি তাঁর দফতরের দুই কর্মীকে সাংবাদিকতায় অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করার জন্যে যশভারতী পুরস্কার দেন।
একথা জানার পরই বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, অযোগ্য প্রার্থীদের পুরস্কার দেওয়া উচিত্ নয়। এরফলে এই পুরস্কারের মূল্য কমে গেছে। তাই পুরস্কার সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
মুলায়মের চালু করা সর্বোচ্চ সম্মান যশভারতী পুরস্কার: তদন্তের নির্দেশ আদিত্যনাথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2017 03:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -