আজ লখনউয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় আদিত্যনাথ এ জাতীয় বিষয়কে অহেতুক গুরুত্ব দেওয়া উচিত নয় বলেও অভিমত জানান।
শনিবার মুখ্য়মন্ত্রী ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে ভাষণ দিতে উঠে দাঁড়াতেই দর্শকাসন থেকে একদল জয় শ্রী রাম ধ্বনি দিতে শুরু করে। আচমকা এতে দৃশ্যতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে এমন ঘটনার সামনে পড়ে বলে ওঠেন, তিনি কলকাতায় এমন অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রকের কাছে কৃতজ্ঞ। কিন্তু এটা সরকারি অনুষ্ঠান, দলীয় কর্মসূচি নয়। তাঁকে ডেকে এনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অপমান করা হচ্ছে। প্রতিবাদে তিনি ভাষণ দেবেন না। আজও পুরশুড়ার সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সামনে জয় শ্রী রাম স্লোগান দিয়ে তাঁকে টিজ করা হয়েছে।
বিজেপি অবশ্য় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর প্রতিক্রিয়াকে তাঁর ‘তোষণের রাজনীতির মানসিকতার প্রতিফলন’ বলে কটাক্ষ করেছে। এমনকী হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ মুখ্যমন্ত্রীর সামনে বিদ্রুপের সুরে ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে ‘ষাঁড়কে লাল শালু দেখানো’র সঙ্গেও তুলনা করেন। বিজেপির নেতা তথা নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু ওই স্লোগানে আপত্তিকর কিছুই নেই, নেতাজির জন্মদিনের সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয় বলেও জানিয়ে দেন।
তবে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কংগ্রেস ও বামেরা বিজেপির তীব্র সমালোচনা করেছে ওই ঘটনার জন্য।