লখনউ: মাত্রাতিরিক্ত ব্লাড সুগার, রবিবার সে কারণেই লখনউয়ের ডঃ রাম লোহিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সে ভর্তি করানো হয়েছিল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবকে। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবারই বাড়ি ফেরেন তিনি। নেতাজির অসুস্থতার কথা কানে আসতেই সোমবার তাঁকে দেখতে সরাসরি মুলায়ম সিংহ যাদবের বাড়ি চলে যান বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সেখানে মুলায়ম সিংহ যাদবের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তাঁর শারীরিক অবস্থারও খোঁজ নেন যোগী আদিত্যনাথ। সে সময় উপস্থিত ছিলেন মুলায়ম সিংহ যাদবের ছেলে তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। এদিনের এই ত্রয়ীর সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন যোগী আদিত্যনাথ।