উত্তরপ্রদেশে একধাক্কায় ১৫ টি ছুটি বাতিল করল যোগী আদিত্যনাথ সরকার
ABP Ananda, web desk | 26 Apr 2017 07:35 AM (IST)
লখনউ: উত্তরপ্রদেশের সরকারি ছুটির সংখ্যা একধাক্কায় অনেকটাই কমল। যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাপুরুষদের জন্ম বা মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রায় ১৫ টি সরকারি ছুটি বাতিল করা হয়েছে। এই ছুটিগুলির বেশিরভাগই পূর্বতন অখিলেশ যাদবের সরকারের আমলে চালু হয়েছিল। বিভিন্ন সম্প্রদায়কে তুষ্ট করতেই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরে এই ছুটিগুলি চালু হয়েছিল।যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যে ৪২ টি সরকারি ছুটির দিন ছিল। এরমধ্যে ১৫ টি মহাপুরুষদের সম্মান প্রদর্শনের জন্য। এই ছুটির বোঝা বইতে যে তিনি নারাজ তা প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর তিনি বলেছিলেন, যে সব সরকারি আধিকারিক ১৮-২০ ঘন্টা কাজ করতে পারবেন, তাঁরা থাকবেন। বাকিরা চাকরি ছেড়ে দিতে পারেন। রাজ্যে সরকারি ছুটির সংখ্যা যে কমতে চলেছে তার ইঙ্গিত পাওয়ায় যায় বাবাসাহেব আম্বেডকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগীর ভাষণে। তিনি বলেছিলেন, ওই মহাপুরুষদের যদি স্মরণ করতেই হয়, তাহলে স্কুল বন্ধ রাখতে হবে কেন। বরং তাঁদের সম্পর্কে পড়ুয়াদের জানাতে হবে। এজন্য স্কুল খোলা রাখতে হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাতিল সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, সরকার মহাপুরুষদের জন্ম বা মৃত্যুবার্ষিকী সংক্রান্ত ১৫ টি ছুটি বাতিল করেছে।ওই দিনগুলিতে পড়ুয়াদের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।