লখনউ:  দলের মধ্যেই লাঞ্ছনার শিকার বিজেপিরই এক আদিবাসী সাংসদ।  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন তিনি। আদিবসী সাংসদ ছোটে লাল খারওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখিতভাবে অভিযোগ করে জানিয়েছেন, যোগী আদিত্যনাথের দফতরে তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। কার্যত, তাঁকে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।

ছোটে লাল খারওয়ার উত্তরপ্রদেশের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও বৈষম্যের অভিযোগ এনেছেন। তাঁর দাবি, তিনি তাঁর সমস্যা নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে দুবার দেখা করেছিলেন। কিন্তু সমস্যার কোনও সমাধানতো পাননি, বদলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে তাঁকে দফতর থেকে বের করে দেওয়া হয়, লিখিত অভিযোগে জানিয়েছেন রবার্টগঞ্জের সাংসদ। এই ঘটনায় মোদীর হস্তক্ষেপও দাবি করেছেন তিনি।

শুধু যোগী আদিত্যনাথ নন, ওই সাংসদ উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি মহেন্দ্র নাথ পাণ্ডে এবং দলের সেক্রেটারি সুনীল বনসলের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ এনেছেন। তাঁরা দলের সাংসদকে সাহায্য করার বদলে, বিরোধীদের সঙ্গ দিয়েছেন বলেও জানিয়েছেন ওই আদিবাসী সাংসদ।

এই চিঠির কথা জানাজানি হওয়ার পরই রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের মন্তব্য, এই বিষয় কোথাও কোনও সঠিক যোগাযোগের অভাব হয়েছে। ছোটে লালের সমস্ত অভিযোগ এবং সমস্যা খতিয়ে দেখে, যত দ্রুত সম্ভব সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।