লখনউ: সরকারি নির্দেশ অমান্য করে কর্তব্যরত অবস্থায় গুটখা চিবিয়ে ৫০০ টাকা জরিমানা দিতে হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গাড়ির চালককে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, সরকারি দফতরে কাজের সময় পান, পান মশলা, গুটখা বা অন্য কোনও তামাকজাত দ্রব্য মুখে রাখা যাবে না। সেই নির্দেশ অমান্য করেছেন তাঁরই গাড়ির চালক। সেই কারণেই তাঁর জরিমানা করা হল।


উত্তরপ্রদেশের সর্বত্র স্বচ্ছ ভারত অভিযান সফল করার উদ্যোগ নিয়েছেন আদিত্যনাথ। শুধু সরকারি দফতরই নয়, গোটা রাজ্যকেই তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে চাইছেন। শাহজাহানপুরে পানের পিক ও থুতু ফেলা রোখার লক্ষ্যে সরকারি দফতরের সিঁড়ি ও দেওয়ালে দেব-দেবীর ছবি দেওয়া পাথর লাগানো হয়েছে। বিশ্ব যক্ষারোগ দিবসে লোকসভায় তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। তিনি জনস্থানে থুতু ফেলা বন্ধ করার দাবি জানান। উত্তরপ্রদেশ সরকার এই নীতিই নিয়েছে।