লখনউ: মথুরায় তৈরি হবে কৃষ্ণ ল্যান্ড। উত্তরপ্রদেশের পর্যটন শিল্পের উন্নয়নে এই পদক্ষেপ নিতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার।


পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ডিজনিল্যান্ডের ধাঁচে গড়ে উঠবে এই কৃষ্ণ ল্যান্ড। শ্রীকৃষ্ণর গোটা জীবন নানা ধাপে ফুটিয়ে তোলা হবে সেখানে। একটি কারাগার থাকবে, যেখানে বসুদেব ও দেবকী বন্দি ছিলেন ও কৃষ্ণ জন্ম নেন। যমুনার মত একটি নকল নদীও তৈরি হবে, যার সঙ্গে কৃষ্ণের জীবন নানাভাবে যুক্ত।

এ বছরেই শুরু হবে কৃষ্ণ ল্যান্ডের কাজ।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছুদিন আগে ঘোষণা করেছেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির পরিচয় বহন করে না। উত্তরপ্রদেশের বাজেটেও যোগী সরকারের যাবতীয় প্রকল্পে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে কোনও উল্লেখ নেই।