নয়াদিল্লি: শনিবার রাত থেকে উত্তরপ্রদেশের করোনা আইসোলেশন সেন্টারের জন্য নতুন নিয়ম চালু করল যোগী সরকার। করোনা আইসোলেশন সেন্টারে রোগীদের কাছে থাকবে না কোনও মোবাইল ফোন। এই সিদ্ধান্তের কারণ হিসাবে বলা হয়েছে, মোবাইল ফোন থেকে নাকি ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। তাই প্রতি ওয়ার্ডে রাখা হবে মাত্র ২টি মোবাইল ফোন। তবে তা থাকবে ওয়ার্ড ইনচার্জের কাছে। প্রত্যেক রোগীর পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে সেই নম্বর। যোগাযোগ রাখা বা কথা বলার দরকার হলে ফোন করে নেওয়া যাবে সেই ফোনে।
ডিরেক্টর জেনারেল কে কে গুপ্তা এই নিয়ম সমস্ত করোনা আইসোলেশান সেন্টারগুলিকে জানিয়ে দিয়েছেন।
এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আজ একটি ট্যুইট করে তিনি লেখেন, 'যদি মোবাইল ফোন থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভবনা থাকে তবে তাহলে তো গোটা দেশেই মোবাইল ব্যবহার বন্ধ করা উচিত। আইসোলেশনে থাকার সময় রোগীকে মানসিকভাবে তরতাজা রাখতে সাহায্য করে মোবাইল। বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করার একমাত্র মাধ্যম এটাই। কিন্তু মোবাইল নিষিদ্ধ করার অর্থ করোনা হাসপাতালগুলির দৈন্যদশাকে লুকনো। বরং যদি সংক্রমণ রুখতেই হয় তাহলে মোবাইল ব্যবহার বন্ধ না করে তাকে বারবার স্যানিটাইজ করার ব্যবস্থা করা উচিত।'
উত্তরপ্রদেশে বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ৬০১৭ জন।