চণ্ডীগড়: রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পাঁচকুলার মত একটি শহরকে আপনারা জ্বলতে দিয়েছেন। এই ভাষাতেই হরিয়ানার মনোহরলাল খাট্টার সরকারকে ধিক্কার জানাল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর সমর্থকদের অশান্তির জেরে হরিয়ানায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, আহত ২৫০-র বেশি।
আদালত রাজ্য সরকারকে বলেছে, আপনাদের জন্য পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেছেন আপনারা।
নানা মহলের অভিযোগ, ডেরা প্রধানের গ্রেফতারের জেরে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে খাট্টার সরকার। যদিও তাদের এ ব্যাপারে বারবার সতর্ক করা হয়। আদালতের রায়দানের ঠিক আগে পাঁচকুলা ও আশপাশের শহরগুলিতে ভিড় করেন অন্তত দেড়লাখ ডেরা সমর্থক। অথচ সব জেনেও সরকার তাঁদের ঠেকাতে কোনও ব্যবস্থা নেয়নি।
মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার নিজেই স্বীকার করে নিয়েছেন, রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত কিছু কিছু জায়গায় খামতি ছিল। তিনি বলেছেন, ত্রুটিগুলি খুঁজে পাওয়া গিয়েছে, সে ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপও করা হচ্ছে। কিন্তু আর একটি বিবৃতিতে তিনি রাম রহিম সমর্থকদের বাঁচানোর চেষ্টা করেছেন, বলেছেন, অপরাধীরা ডেরা সমর্থক সেজে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।
আদালত বলেছে, ডেরা সাচা সৌদার সম্পত্তি বাজেয়াপ্ত করে তারা যে বিশাল ক্ষয়ক্ষতি করেছে, তার মূল্য চোকাতে হবে। গতরাত থেকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জন ডেরা সমর্থককে।
রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য পাঁচকুলাকে জ্বলতে দিয়েছেন আপনারা, হরিয়ানা সরকারকে ধিক্কার আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Aug 2017 02:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -