মুম্বই: মুম্বইয়ের নায়ার হাসপাতালে এমআরআই মেশিনে আটকে এক যুবকের মৃত্যু। মৃতের নাম রাজেশ মারু। শনিবার মায়ের এমআরআই করতে হাসপাতালে যান রাজেশ। চিকিত্সক তাঁর মাকে এমআরআই করতে বলেছিলেন। আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ড বয় রাজেশকে অক্সিজেনের সিলিন্ডার এমআরআই রুমের মধ্যে নিয়ে যেতে বলেন। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘরে ঢোকা মাত্রই এমআরআই মেশিনটি তাঁকে ভেতরে টেনে নেয়। মেশিনের মধ্যে রাজেশের হাত আটকে যায়। চেঁচামেচি শুনে হাসপাতালের কর্মীরা ছুটে এসে মেশিন বন্ধ করেন। গুরুতর অসুস্থ রাজেশকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। এমআরআই রুমে ধাতব কিছু নিয়ে যাওয়া যায় না। তা সত্ত্বেও ওয়ার্ড বয় কেন রাজেশকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে দিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির মাশুল দিতে হল রাজেশকে।