মুম্বই: প্রকাশ্যে বলপূর্বক এক কিশোরীর হাত ধরে প্রেম নিবেদন করে সাজা পেল এক তরুণ। দিনদোষীর আদালত যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা সংক্রান্ত আইন (পকসো) আইনে ওই তরুণকে দোষী সাব্যস্ত করেছে। ২০১৫-তে ১৬ বছরের এক কিশোরীর সম্ভ্রমহানির জন্য ২২ বছরের এক তরুণের এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে এই তরুণকে কিশোরীর পিছু ধাওয়া করার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। কারণ, এক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় না। অভিযুক্ত তরুণের নাম খাড়সে। সে ইতিমধ্যেই ২০১৫-র অক্টোবর থেকে ২০১৬-র অক্টোবর পর্যন্ত জেলে থেকেছে। এরপর অভিযুক্ত জামিন পেয়েছিল। তাই ওই সময় তার কারাদণ্ড থেকে বাদ যাবে।
অল্প বয়সের কারণ দেখিয়ে খাড়সে আদালতের কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু সেই আর্জি মঞ্জুর করেনি আদালত।
অভিযোগ, ২০১৫-র ৬ অক্টোবর নির্যাতিতা কিশোরী কলেজ থেকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় খাড়সে প্রথমে তাকে গালিগালাজ করে এবং পরে আচমকাই কিশোরীর হাত ধরে বলে, ‘আমি তোমাকে ভালোবাসি’।
ঘটনার আকস্মিকতায় ওই কিশোরী ও তার বন্ধুরা স্তম্ভিত হয়ে যায়। পরে ওই কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গিয়ে মাকে পুরো ঘটনার কথা জানায়।
খাড়সের বাড়ি ওই কিশোরীর বাড়ির পাশেই। কিশোরীর মা খাড়সের বাড়িতে অভিযোগ জানাতে যান। কিন্তু খাড়সের মা সেই অভিযোগে কর্ণপাত করেননি। কিন্তু ঘটনার পর ভয়ে কলেজ যাওয়া বন্ধ করে দেয় কিশোরী। এরপর ২০১৫-র ৮ অক্টোবর কিশোরীর মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত অভিযোগ অস্বীকার করে। খাড়সে দাবি করে, কিশোরীর পরিবার তাকে মিথ্যে মামলায় জড়িয়েছে। কিন্তু আদালত ওই দাবি খারিজ করে দেয় এবং খাড়সেকে দোষী সাব্যস্ত করে।
জোর করে কিশোরীর হাত ধরে প্রেম নিবেদন, ১ বছরের কারাদণ্ড তরুণের
ABP Ananda, web desk
Updated at:
04 May 2017 11:15 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -