পাটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে চপ্পল ছোঁড়ার চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হলেন এক যুবক। ধৃত যুবক বিহারের আরওয়াল জেলার বাসিন্দা। তাঁকে সচিবালয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক এর আগেও একবার বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর জনতা দরবারে ঝামেলা পাকিয়েছিলেন।

 

আজ নীতীশ নিজের বাসভবনে ‘জনতা কে দরবার মে মুখ্যমন্ত্রী’ অনুষ্ঠানে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই ওই যুবক নিজের পা থেকে চপ্পল খোলার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন।

 

ওই যুবক কী কারণে মুখ্যমন্ত্রীর উপর ক্ষুব্ধ তা এখনও জানা যায়নি। তবে পুলিশের সন্দেহ, সম্প্রতি অগ্নিকাণ্ড এড়াতে বিহার সরকার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত রান্না বা অন্য কোনও কারণে আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করাতেই ক্ষুব্ধ ধৃত যুবক।