রেখা আরও বলেছেন, ভিস্তারা এয়ারলাইন্স সংস্থা এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানালেও, পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা সংস্থার আধিকারিককে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। তাঁরা যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে ১৯৯০ সালের মহিলা কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন তাঁরা।
জায়রার পাশে দাঁড়িয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি ট্যুইটারে লিখেছেন, 'মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধ বা হেনস্থার ঘটনার ক্ষেত্রে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। জায়রার সঙ্গে যেটা হয়েছে, তাতে দুই সন্তানের মা হিসেবে আমি আতঙ্কিত। আশা করি প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।'
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও জায়রার পাশে দাঁড়িয়েছেন। তিনি ট্যুইট করে বলেছেন, জায়রা যে সহযাত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন, তাঁকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ ও এয়ার ভিস্তারার। এক্ষেত্রে ক্ষমা করা উচিত নয়।