নয়াদিল্লি: বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের সঙ্গে তাঁর পুরনো ছবি ঘিরে বিতর্কের জবাবে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। কংগ্রেসের সাধারণ সম্পাদকের দাবি, মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে রাজনাথ সিংহ দেখা করেছিলেন। কিন্তু তখন কেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়নি? প্রশ্ন তুলেছেন দিগ্বিজয়। সম্প্রতি ২০১২ সালের একটি ভিডি ফুটেজ সামনে আসে।সেখানে দিগ্বিজয় সিংহ, জাকির নায়েককে শান্তিদূত বলে প্রশংসা করেন। ঢাকার গুলশনে নাশকতার পর শিরোনামে এসেছেন জাকির নায়েক। হামলাকারী এক জঙ্গি তাঁর বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এহেন ব্যক্তির সঙ্গে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহর ছবি প্রকাশ্যে আসায় শুরু হয় বিতর্ক। বিজেপি বলে, জাকির জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। কারণ, এটা স্পষ্ট যে তাঁর ভাষণ প্ররোচনা ছড়ায়।
আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে দিগ্বিজয় গতকাল বলেছিলেন, জাকিরের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে ভারত ও বাংলাদেশ সরকারের তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, ২০১২-র ওই ভিডিওতে দিগ্বিজয় সিংহকে জাকির নায়েকের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে। এই ভিডিও নিয়ে দিগ্বিজয়কে আক্রমণ করে বিজেপি।এর পাল্টা হিসেবে আজ দিগ্বিজয় ২০০৮-এর মালেগাঁর বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের বৈঠকের অভিযোগ করেছেন। একইসঙ্গে জাকিরের সঙ্গে শ্রী শ্রী রবিশঙ্করের একমঞ্চে থাকার বিষয়টি নিয়েও শাসক দলের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।







দিগ্বিজয় বলেছেন, জাকিরের সঙ্গে একমঞ্চে থাকার জন্য আমার সমালোচনা করা হচ্ছে। তাহলে বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে রাজনাথ সিংহর দেখা হওয়া সম্পর্কে কিছু বলা হচ্ছে না কেন?  তিনি আরও বলেছেন, প্রজ্ঞা তো বোমা বিস্ফোরণে অভিযুক্ত। জাকিরের বিরুদ্ধে কি এমন কোনও মামলা রয়েছে? একাধিক টুইটের মাধ্যমে এভাবে বিজেপিকে পাল্টা নিশানা করেছেন দিগ্বিজয়।
উল্লেখ্য, অতীতে দিগ্বিজয় অভিযোগ করেছিলেন যে, বিজেপি বিরোধী দল থাকার সময় রাজনাথ জেলে প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছিলেন রাজনাথ।