কুয়ালালামপুর ও মুম্বই: মালয়েশিয়া থেকে ভারতে ফেরত না পাঠানোয় সেদেশের প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদকে ধন্যবাদ জানালেন বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। তিনি মালয়েশিয়ার আইন মেনে চলবেন বলেও জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতের তদন্তকারী সংস্থাগুলির যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছেন জাকির, ‘ইসলামের নামে বা অন্য কোনওভাবে আমি কোনওদিন সন্ত্রাসবাদের প্রচার করিনি। সবসময়ই আমার লক্ষ্য শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে উৎসাহ দেওয়া। আমার বিরুদ্ধে ঠিক উল্টো অভিযোগ করা হচ্ছে। আমার নামে যদি এমন কোনও বিবৃতি প্রচার করা হয় যা মানবিকতার বিরোধী, তাহলে সেই বক্তব্য বিকৃত করা হয়েছে।’
জাকিরের বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেওয়া, ২০১৬ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলায় উস্কানি দেওয়া এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও মুম্বই পুলিশ। ১০টি স্থানে তল্লাশি চালানো হয়েছে। বিদেশমন্ত্রক জাকিরের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে।
ভারতে অভিযুক্ত হলেও, মালয়েশিয়ায় বহাল তবিয়তেই আছেন এই বিতর্কিত ধর্মপ্রচারক। তাঁকে প্রত্যর্পণ করার জন্য মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সহজে জাকিরকে ভারতে ফেরত পাঠানো হবে না।
ফেরত না পাঠানোয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, কোনওদিন সন্ত্রাসবাদে মদত দিইনি, দাবি জাকির নায়েকের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jul 2018 08:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -