কলকাতা: পৃথিবীর অন্যতম প্রাচীন পরিবহনের মাধ্যম। দৈনন্দিন যোগাযোগ ছাড়াও সমাজ-অর্থনীতিতে বড়সড় প্রভাব রয়েছে জলপথ পরিবহনের। প্রতিরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। ভারতের ক্ষেত্রেও বিষয়টি একই। তাই জলপথ নিয়ে একটি বিশেষ দিন পালিত হয় ভারতেও। আজ, ৫ এপ্রিল ন্যাশনাল মেরিটাইম ডে (National Maritime Day)। ভারতের প্রথম বাণিজ্যিক সমুদ্রযাত্রাকে স্মরণ করেই এই দিনটি পালিত হয়ে থাকে। যদিও ইতিহাস বলে তারও আগে বহু প্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশে ভিনদেশে বাণিজ্যের জন্য সমুদ্রপথ ব্যবহার হয়েছে।


ইতিহাসের খোঁজে:
১৯৬৪ সালে প্রথম এই দিনটি পালন করা শুরু হয়। ১৯১৯ সাল, ভারত তখন ব্রিটিশদের অধীনে। সেই বছরে এই দিনটিতেই ভারত থেকে ইংল্যান্ডে যাত্রা করেছিল SS Loyalty, Scindia Steam Navigation Company Limited-এর জাহাজ ছিল সেটি। যখন সামুদ্রিক পথ ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রণ হতো, তখন এই পদক্ষেপ নিঃসন্দেহে উল্লেখ করার মতো।


২০২২ সালে ৫৯তম ন্যাশনাল মেরিটাইম দিবস পালিত হয়েছে। জাহাজ, বন্দর ও জলপথ পরিবহন সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে এই দিনটি পালন করা হয়ে থাকে। 


কেন উদযাপন:
সামুদ্রিক বাণিজ্যের জন্য যাঁরা দিনের পর দিন সমুদ্রে কাটিয়ে থাকেন, এই বিশাল কর্মকাণ্ডে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি সম্মান জানাতেই পালিত হয়ে থাকে দিনটি।  ভারতের বাণিজ্যের সিংহভাগ হয়ে থাকে সমুদ্রপথে। ফলে বাণিজ্যের উন্নতিতে এর অবদান অপরিসীম।


থিম:
এই বছর ন্যাশনাল মেরিটাইম ডে-র থিম ছিল, সাসটেইনেবল শিপিং কোভিড-১৯ (Sustainable Shipping beyond Covid-19).


প্রধানমন্ত্রীর বার্তা:
এই দিনটিতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেন, 'গত আট বছরে ভারতের এই ক্ষেত্রটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্যক্ষেত্রে উন্নতি করতেও অবদানব রেখেছে।' এই ক্ষেত্রটির আরও উন্নতি করতে ২০২১ সালেই একটি বিশেষ প্রকল্প সামনে রেখেছে ভারত। নাম Maritime India Vission 2030. আগামী দশ বছরে আরও উন্নতি করার লক্ষ্য রয়েছে।


আরও পড়ুন: কম সময়ে পান ১ কোটি , LIC আনল এই প্ল্যান