নয়াদিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড (New Zealand)। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে রাজধানী ওয়েলিংটনে ভূকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের (Earthquake) মাত্রা ছিল ৬.১


সূত্রের খবর, ভূমি থেকে ৭০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল। ওই এলাকায় থাকা বাসিন্দারা ভূমিকম্প বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন।




ওই দেশের দুটি প্রধান দ্বীপের মাঝে কুক প্রণালী (Cook Strait)- এলাকায় এর এপিসেন্টার ছিল। যদিও এই ভূমিকম্পের কারণে কোনওরকম সুনামির সতর্কতা নেই। 


এর আগে ঘূর্ণিঝড়ের ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের ধাক্কায় তছনছ হয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্যা, ধসের তাণ্ডবে এখনও একাধিক এলাকা তথৈবচ। মৃত্যুর ঘটনাও ঘটেছে। এখনও চলছে উদ্ধারকাজ। তার মধ্যেই ধাক্কা দিল ভূমিকম্প।

কদিন আগেই তুরস্কে:
সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্প হয়েছে। যার জেরে তছনছ প্রায় গোটা দেশ। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। গত ৬ ফেব্রুয়ারি তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়া। পর পর জোরাল কম্পন অনুভূত হয়। তার পর মুহুর্মুহু আফটারশক। তাতই চোখের পলকে ছিন্নভিন্ন হয়ে যায় চারিদিক। তার পর এক দু'সপ্তাহ কাটতে চললেও, রেশ কাটেনি ভয়াবহতার। বরং যত সময় যাচ্ছে, পরিস্থিতি আরও ঘোরাল হচ্ছে। দক্ষিণ তুরস্কে এখনও বহু জায়গায় ধ্বংসস্তূপের নিচে গোঙানি শুনতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ শহরে তিন মাসের জরুরি অবস্থা। 'হু'-সহ একাধিক আন্তর্জাতিক সংগঠন ইতিমধ্যেই তুরস্ক এবং সিরিয়ায় সাহায্য পাঠিয়েছে। তবে দক্ষিণ তুরস্কের অবস্থা সবচেয়ে খারাপ। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নিয়ম-কানুনের তোয়াক্কা না করে যত্রতত্র বিল্ডিং দাঁড় করিয়ে দেওয়া নিয়ে লাগাতার সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। নগরায়নের প্রসার ঘটাতে গিয়ে পরিবেশের ভারসাম্য লঙ্ঘিত হচ্ছে বলে দিয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু কোথাও থেকে প্রতিক্রিয়া মেলেনি।  


ভারতেও:
অসমের ( Assam ) সোমবার সিকিম ( Sikkim Earthquake ) কেঁপে উঠেছিল ভূমিকম্প। ভোর ৪.১৫ মিনিট নাগাদ কম্পন অনুভত হয় সিকিমে। ইউকসোমের উত্তর-পশ্চিমে কম্পনের উৎস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Centre for Seismology ) তরফে জানানো হয়েছে, ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমের  ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পটি ঘটে। উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। রবিবার বিকেলে অসমের নওগাঁওতে একটি ৪.০  মাত্রার ভূমিকম্পের একদিন পরেই কম্পন অনুভূত হয়েছে। তার একদিন আগে গুজরাটের সুরাত জেলায় ৩.৮ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল। 


আরও পড়ুন: রাতভর চলল BBC অফিসে আয়কর হানা, 'ল্যাপটপ স্ক্যান করার পর ছাড়া হল কর্মীদের'