কলকাতা : আর জি কর-কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সদ্যোজাত বদলের অভিযোগ উঠল। হাসপাতালে বিক্ষোভ দেখালেন প্রসূতির আত্মীয়-পরিজনেরা।
প্রসূতির পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে পুত্রসন্তানের জন্ম দেন ফাঁসিদেওয়ার বাসিন্দা এক মহিলা। সদ্যোজাতকে দেখে বাড়ি ফিরলে, ফোন করে জানানো হয়, কন্যাসন্তান হয়েছে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত নার্সের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ তোলে প্রসূতির পরিবার। তাদের দাবি, মৌখিকভাবে ভুল স্বীকার করে নেন ওই নার্স। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় প্রসূতির পরিবার। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগ, সন্তান জন্ম দেওয়ার পর পরিবারের আত্মীয়-স্বজনদের পুত্রসন্তান দেখানো হয়। এরপরেই সকলে বাড়ি ফিরে যান। রোগীর কাছে পরিবারের একজন ছিলেন। বাড়িতে গিয়ে পৌঁছনো মাত্রই মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পরিবারের লোকজনের কাছে ফোন আসে। জানানো হয়, কন্যা সন্তান হয়েছে। এই শুনে তড়িঘড়ি পরিবারের লোকজন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে ভিড় করেন। তাঁরা জানতে চান, কীভাবে পুত্র সন্তান দেখানোর পর কন্যাসন্তান হয়ে গেল ! প্রশ্ন তোলায় তাঁদের সঙ্গে নার্সরা দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ ।
এর কিছুক্ষণ পরেই পরিবারের লোকেদের জানানো হয় , পুত্র সন্তানই হয়েছে। তাঁরা স্বীকার নেন, নার্স বা ডাক্তারদের তরফে কোনও ভুল হয়েছে। এত বড় ভুল কেনই বা হল, উঠছে প্রশ্ন। অন্যদিকে মেডিকেল কলেজের অ্যাডিশনাল সুপার নন্দন বন্দ্যোপাধ্যায় জানান, ' এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ধরনের ভুল কোনদিন গাইনি বিভাগে হয়নি। যদি হয়ে থাকে কারা করেছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'
সবমিলিয়ে শিশুবদলের অভিযোগ ঘিরে উত্তাল হল হাসপাতাল। ফের একবার রোগীদের নিশানায় সরকারি হাসপাতাল। সাম্প্রতিক অতীতে, SSKM-এ দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ওঠে। তারপর সাগর দত্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর চড়াও হন রোগীর আত্মীয়রা। এছাড়া কলকাতার বেসরকারি একটি হাসপাতালেও ভাঙচুরের অভিযোগ ওঠে।
আরও পড়ুন, দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জেনে নিন বড় আপডেট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।