কলকাতা : বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে (Bengaluru Cafe Blast Incident) দুই সন্দেহভাজন গ্রেফতার। পশ্চিমবঙ্গের কাঁথি থেকে তাদের গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। ভুয়ো পরিচয়ে কাঁথিতেই আত্মগোপন করেছিল এরা। NIA-র দাবি, দুই জনের মধ্যে একজন বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড।
পয়লা মার্চ রামেশ্বরমের কাফেতে বিখ্যাত হোয়াইটফিল্ড ইটারিতে ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে। আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন জখম হন। সেই ঘটনার তদন্তে নামে এনআইএ, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সি এবং পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরালা রাজ্য পুলিশ। তদন্তে নেমে এনআইএ এই ঘটনায় সন্দেহভাজনদের খোঁজ দিলে ১০ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছিল। এর পাশাপাশি কর্ণাটকের বিভিন্ন বাসে এই সন্দেহভাজনদের ঘোরাঘুরি ভিজুয়াল প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা।
অবশেষে মিলল সাফল্য। বিস্ফোরণকাণ্ডে আবদুল মাথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিবকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ভুয়ো পরিচয়ে কাঁথিতেই আত্মগোপন করে ছিল এই দুই সন্দেহভাজন। তারা কর্ণাটকের আইএসআইএস-এর সদস্য বলে দাবি। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, এনআইএ সূত্রে জানা গেছে, মুসাভির হুসেন শাজিব ক্যাফেতে IED রেখে এসেছিল। এই পরিকল্পনার মাস্টারমাইন্ড আবদুল মাথিন আহমেদ। সে বিস্ফোরণের পরিকল্পনা থেকে শুরু করে ঘটনার পর আইনের চোখে ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিল।
এদিকে পশ্চিমবঙ্গ থেকে অভিযুক্তদের গ্রেফতারির পর বিষয়টটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ 'জঙ্গিদের স্বর্গরাজ্যে' পরিণত হয়েছে বলে সোশাল মিডিয়ায় তোপ দাগেন বিজেপি নেতা অমিত মালব্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।