নয়াদিল্লি: রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের ঠিক আগের দিন 'অদ্ভুত' দাবি নিত্যানন্দের। অনুষ্ঠানে তাঁকেও আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া 'এক্স' হ্যান্ডেলের পোস্টে জানালেন স্বঘোষিত ধর্মগুরু। আগামীকালের অনুষ্ঠানে হাজির থাকবেন বলেও পোস্টে লেখা হয়েছে। এদিকে রেকর্ড অনুযায়ী, ধর্ষণে অভিযুক্ত এই স্বঘোষিত ধর্মগুরু বেশ কয়েক বছর যাবৎ ফেরার। সেক্ষেত্রে কী ভাবে তিনি এই অনুষ্ঠানে হাজির থাকবেন? সত্যিই কি তাঁর কাছে নিমন্ত্রণ যাওয়া সম্ভব? এই সব নিয়ে চর্চায় জোর শোরগোল নেটদুনিয়ায়। 






কী দাবি?
'কৈলাসা' বলে যে দেশের কথা নিত্যানন্দ ও তাঁর অনুরাগীদের মুখে শোনা যায়, সেখানে নিজেকে 'হিন্দুধর্মের সর্বোচ্চ নেতা' বলে দাবি করেন নিত্যানন্দ। এক্স প্ল্যাটফর্মে 'ভগবান শ্রী নিত্যানন্দ পরমশিবম'-র হ্যান্ডেল থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে, অযোধ্যার রামমন্দির উদ্বোধনে তিনিও আমন্ত্রিত। সেখানে হাজির থাকবেন বলেও লেখা হয়েছে ওই পোস্টে। সঙ্গে কিছু নির্ঘণ্টও দেওয়া রয়েছে। 

কে নিত্যানন্দ?
গাড়ির চালকের আনা অভিযোগের জেরে ২০১০ সালে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়েছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে। ২০২০ সালে ওই গাড়িচালকই দাবি করেন, দেশ ছেড়ে পালিয়েছেন নিত্যানন্দ। তার পরেই উঠে আসে 'ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা'-র কথা। ঠিক কোন জায়গায় দেশটি রয়েছে, তা এখনও অজানা। বেশ কিছু ছবি এবং ভিডিও ছাড়া এর সম্পর্কে কোনও তথ্যপ্রমাণ নেই। তবে অসমর্থিত সূত্রে খবর, ইকুয়েডরের উপকূলে একটি দ্বীপ কিনে সেখানে নিজের 'কৈলাসা' দেশটি তৈরি করেছেন নিত্যানন্দ। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই জায়গাটিকে 'পবিত্রস্থান' হিসেবে তুলে ধরতে চান নিত্যানন্দ ও তাঁর অনুরাগীরা। রাজস্ব, বাণিজ্য, নগরোন্নয়ন, মানবাধিকার-সহ একাধিক দফতরও রয়েছে সে দেশের সরকারের। শুধু তাই নয়। কৈলাসার স্বঘোষিত সরকার, রীতিমতো নাগরিকত্বের আবেদনও করতে বলে। সে দেশের ই-সিটিজেনশিপেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু ঘটনা হল, কৈলাসা এখনও কোনও 'দেশের' স্বীকৃতি পায়নি। তার উপর স্বঘোষিত ধর্মগুরুকে ঘিরে বিপুল বিতর্ক।



আরও পড়ুন:বনবাসের ১৪ বছর, কাল কালনাতেও ব্যক্তিগত উদ্যোগে বসছে ১৪ ফুটের রাম মূর্তি