নয়াদিল্লি : উত্তর ভারতজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। শুক্রবার পর্যন্ত দিল্লি ( Delhi ) ও NCR-এর শৈত্যপ্রবাহের ( Cold wave ) হলুদ সতর্কতা ( yellow alert ) জারি হয়েছে। বুধবার পর্যন্ত জাতীয় রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি
সোমবার সকালের দিকে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দিল্লির জন্য এইরকম কম তাপমাত্রা নিঃসন্দেহে একটি 'গুরুতর' শৈত্যপ্রবাহ। যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের কম, তাই এই অবস্থাকে ‘severe’ বলা হচ্ছে । রবিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা মরসুমের গড় তাপমাত্রার থেকে তিন ডিগ্রি কম।
দোসর হয়েছে ঘন কুয়াশা
সোম ও মঙ্গলবার পারদ ঘোরাফেরা করবে ৩ ডিগ্রির আশপাশে। শীতের দোসর হয়েছে ঘন কুয়াশা। তার জেরে নর্দার্ন রেলের ১৩টি ট্রেন দেরিতে চলছে। অন্যদিকে, জম্মু কাশ্মীরের কূপওয়াড়ায় তুষারধসের সতর্কতা জারি হয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা
রবিবার প্রকাশিত IMD-এর বুলেটিন অনুসারে, ১৮ জানুয়ারি রাতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে। এর ফলে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাত ঘটতে পারে। Western Disturbance বা পশ্চিমী ঝঞ্ঝার ফলে ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি অথবা তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়ে থাকে।
আগামী পাঁচ দিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে ভোরবেলা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ১৭ তারিখ পর্যন্ত পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং ১৮ থেকে ২১ জানুয়ারির মধ্যে ২-৩ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, খবর আইএমডি সূত্রে। পশ্চিমী ঝঞ্ঝা ২১ থেকে ২৩ জানুয়ারী অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি বা তুষারপাত ঘটাতে পারে।
https://city.imd.gov.in/ এর দেওয়া তথ্য অনুয়ারে আগামী কয়েকদিন দিল্লির তাপমাত্রা :
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
16-Jan | 1.0 | 18.0 | Mainly Clear sky | |
17-Jan | 2.0 | 19.0 | Cold Wave | |
18-Jan | 2.0 | 19.0 | Cold Wave | |
19-Jan | 5.0 | 20.0 | Dense Fog | |
20-Jan | 7.0 | 21.0 | Dense Fog | |
21-Jan | 7.0 | 22.0 | Fog | |
22-Jan | 7.0 | 22.0 | Fog |