নয়াদিল্লি: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস। ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। পাশাপাশি, কিডনির সমস্যাও রয়েছে। সেই অবস্থাতেই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন পোপ। আর সেই আবহেই অন্য আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে। কারণ পোপ এবং ভ্যাটিকান নিয়ে ঢের আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন নস্ত্রাদামুস এবং সন্ত মালাকি। (Pope Francis' Future Predictions)
৮৮ বছর বয়সি পোপ গত ১৪ ফেব্রুয়ারি রোমের Gemelli হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট ছিল তাঁর, ধরা পড়ে ডাবল নিউমোনিয়া, পাশাপাশি কিডনির সমস্যাও ধরা পড়ে। পোপের সুস্থতা কামনায় সেন্ট পিটার্স স্কোয়্যার বৃষ্টির মধ্যেই জড়ো হন কাতারে কাতারে মানুষ। ইতালি-সহ অন্য দেশেও পোপের সুস্থতা কামনায় অনুষ্ঠানের আয়োজন হয়। পোপের অবস্থা সঙ্কটজনক হলেও, তিনি সজাগ রয়েছেন। অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। ঘাটতি রয়েছে প্লাজমার কাউন্টে। পোপ কাজ সংক্রান্ত খোঁজখবরও নিচ্ছেন বলে জানিয়েছেন ভ্যাটিকান। হাসপাতাল থেকে শুভাকাঙ্খীদের ধন্যবাদও জানান পোপ। (Pope Francis Health Updates)
আর সেই আবহেই নস্ত্রাদামুস এবং সন্ত মালাকির ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ উঠে আসছে। ১৫৫৫ সালে প্রকাশিত নস্ত্রাদামুসের বই ‘Les Propheties’-এ লেখা ছিল, ক্যাথলিক চার্চের প্রধান যিনি, সেই পোপ ফ্রান্সিসের বিকল্প ব্যক্তি আসবেন। ওই বইয়ে লেখা ছিল, ‘বয়স্ক পোপের মৃত্যু হবে। তাঁর মৃত্যুতে একজন রোমান নির্বাচিত হবেন ওই পদে’। পোপ ফ্রান্সিসের নাম যদিও উল্লেখ করা হয়নি ভবিষ্যদ্বাণীতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন অনেকে।
শুধু তাই নয়, ১২ শতকের ধর্মগুরু সন্ত মালাকিও ‘শেষের ঘোষণা’ করে গিয়েছেন। তাঁর লেখায় বলা ছিল, ‘পবিত্র রোমের গির্জায় চূড়ান্ত পর্যায়ে রোমের পিটার আসনে বসবেন। টালমাটাল পরিস্থিতি সামলাবেন তিনি। আর সব শেষে সাত পাহাড়ের শহর ধ্বংস হয়ে যাবে। বিচারকর্তা মানুষের বিচার করবেন অন্তিম পর্বে’।
পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারীই ভ্যাটিকানের শেষ পোপ হবে বলেই অনেকে এই ভবিষ্যদ্বাণীকে ব্যাখ্য়া করেন। পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারী কে হবেন, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। সেই নিয়েও নস্ত্রাদামুসের লেখা পাওয়া যায়- ‘তরুণ যুবক যাঁর গাত্রবর্ণ গাঢ়’, এমন কারও কাঁধে গুরুদায়িত্ব উঠতে পারে বলে লেখা মেলে। তাহলে কি ভ্যাটিকানের অভ্যন্তরীণ সমীকরণেও কি রদবদল ঘটতে পারে? উঠছে প্রশ্ন।
অনেক ক্ষেত্রে এই ধরনের ভবিষ্যদ্বাণী ফলে যায়, অনেক ক্ষেত্রে আবার মেলে না। এমন পরিস্থিতিতে পোপের সুস্থতা কামনা করছেন সকলে। উদ্বিগ্ন পোপের চিকিৎসকরাও। নিউমোনিয়া থেকে সেপসিস হওয়ার ঝুঁকি রয়েছে জানা গিয়েছে।
তথ্যসূত্র: The New York Post, Daily Mail