কলকাতা: ডাক্তারি পড়তে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট বা নিট ২০২০-র ফল। ১৪.৩৭ লাখের বেশি পড়ুয়া এই পরীক্ষায় বসেছেন। nta.ac.in, ntaneet.nic.in-এ পরীক্ষার ফল জানা যাবে।


ঠিক কখন ফল ঘোষণা হবে এখনও জানায়নি এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৩ সেপ্টেম্বর হয় পরীক্ষা, সুপ্রিম কোর্টের নির্দেশে ১৪ অক্টোবর ফের পরীক্ষা নেওয়া হয়। বুধবারের পরীক্ষায় ফিজিক্সের প্রশ্ন কঠিন আসে বলে খবর, তবে ফেজ-১-এর তুলনায় কেমিস্ট্রি ও বায়োলজি সহজ এসেছিল। দুই পরীক্ষার ফলই আজ বার হবে, দেখে নিন, কীভাবে ফল জানবেন পড়ুয়ারা।

  • এনটিএ-র সরকারি ওয়েবসাইটে যান nic.in বা mcc.nic.in

  • ক্লিক করুন নিট এক্সাম রেজাল্টস ২০২০ লিঙ্কে

  • রোল নাম্বার, জন্ম তারিখ, অন্যান্য তথ্য জমা দিন

  • ক্লিক করুন সাবমিট বাটন

  • রেজাল্টের প্রিন্ট আউট নিন,ভবিষ্যতে লাগতে পারে।


সফল ছাত্রছাত্রীদের ভর্তির জন্য হবে এমবিবিএস ও বিডিএসের অল ইন্ডিয়া কোটায় অনলাইন কাউন্সেলিং। দায়িত্বে রয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি বা এমসিসি। এইমস এমবিবিএম ও জেআইপিএমইআর এমবিবিএসের অ্যাডমিশনও হবে নিটের স্কোরের ভিত্তিতে। এমবিবিএস বা বিডিএসে সুযোগ পেতে পরীক্ষার্থীদের নিটে অন্তত ৫০ শতাংশ পেতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির পরীক্ষার্থীদের পেতে হবে ৪০ শতাংশ। যাঁদের শারীরিক অসুবিধা রয়েছে তাঁদের পেতে হবে ৪৫ শতাংশ নম্বর। এই প্রথম সরকার এমবিবিএস, বিডিএসে ভর্তির ক্ষেত্রে জঙ্গি হামলার শিকার পরিবারগুলির সদস্যদেরও কোটার ব্যবস্থা করেছে। যাঁরা সন্ত্রাসদমনে যুক্ত, জঙ্গি গোষ্ঠীর হিট লিস্টে যাঁরা রয়েছেন, অশান্ত পরিস্থিতির জেরে কাশ্মীর ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন যাঁরা, তাঁরা সবাই এই কোটার সুযোগ পাবেন।