লখনউ: ফের এক গণধর্ষণের ঘটনা সামনে এল। এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশের জালৌন। সেখানে পেশায় নার্স এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। শুধু গধর্ষণই নয়, ওই তরুণীর উপর নারকীয় অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, গণধর্ষণের পর ওই তরুণীর যৌনাঙ্গে লাঠি এবং লঙ্কাগুঁড়ো ঢুকিয়ে দেওয়া হয়। (Jalaun Rape Allegation)
এই ঘটনায় নতুন করে তোলপাড় পড়ে দিয়েছে। তরুণীর পরিবার তাঁর সঙ্গে হওয়া নৃশংস অত্যাচারের কথা তুলে ধরেছেন। দু'জন ওই তরুণীকে ধর্ষণ করেন এবং চার জন হাত-পা ধরে রেখেছিলেন বলে অভিযোগ। যদিও গোটা ঘটনায় পুলিশের অবস্থান একেবারে উল্টো। তাদের দাবি, যে দু'জন ওই তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ, তাঁদের মধ্যে একজনের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। ওই যুবক এবং তাঁর পরিবারের লোকজন তরুণীকে মারধর করেছেন। (Uttar Pradesh News)
শুধু তাই নয়, পুলিশের দাবি, ওই মহিলার বিরুদ্ধে, অভিযুক্ত এবং তাঁর পরিবারেরও একাধিক অভিযোগ রয়েছে। তরুণীয় নৃশংস অত্যাচারের অভিযোগ করেছেন। সেই মতো অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ওই তরুণীর স্বামীর দাবি, চরখি থানার কাছে নার্স হিসেবে কর্মরত তাঁর স্ত্রী। বৃহস্পতিবার সকালে স্কুটারে চেপে কাজে যাচ্ছিলেন তরুণী। সেই সময় স্কুটার থেকে নামিয়ে তাঁকে ঝোপে টেনে নিয়ে যাওয়া হয়।
ওই ব্যক্তি জানিয়েছেন, আজ সকাল ৯টা নাগাদ ওই তরুণী কাজে যাচ্ছিলেন। কিছু ক্ষণ ফোনে তাঁকে সব কথা জানান। অত্যাচারের কথা বিশদে বর্ণনাও করেন। এক যুবক, তাঁর ভাইপো এবং আরও কয়েক জন মিলে তাঁকে মারধর করেন বলে দাবি করেন। চার জন তাঁকে চেপে ধরেছিলেন এবং দু'জন ধর্ষণ করেন বলে জানান স্বামীকে। ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জালৌন পুলিশের অ্যাডিশনাল সুপার প্রদীপকুমার বর্মা জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। ওই তরুণীকে মারধর করা হয় বলে জানতে পারেন তাঁরা। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নতুন করে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, জানা যায়নি।
গত ২৫ নভেম্বর মধ্যপ্রদেশের মৌগঞ্জ থেকেও একটি গণধর্ষণের ঘটনা সামনে আসে। ১৬ বছরের কিশোরীকে অপহরণের পর, চলন্ত অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মৌগঞ্জ উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা সীমানার কাছাকাছি অবস্থিত।