নয়াদিল্লি: রাজ্যসভায় গৃহীত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রসঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যে কড়া নিন্দা করল ভারত। ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে পাক প্রধানমন্ত্রীর নিজের দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেওয়া উচিত’ বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার।





ইমরান একগুচ্ছ ট্যুইটে সিএবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেছেন, ভারত মোদীর পরিচালনায় নিয়মমাফিক তাঁর আধিপত্যবাদী এজেন্ডা চাপিয়ে দেওয়ার পথে এগিয়ে চলেছে। গতকাল রাজ্যসভায় সিএবি পাশ হওয়ার পরদিন ইমরান লিখেছেন, বেআইনি ভাবে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর অন্তর্ভুক্ত ও লাগাতার দখল করা থেকে শুরু করে অসমে ২০ লক্ষ ভারতীয়ের নাগরিকত্ব কেড়ে নেওয়া, সেখানে আটক রাখার ক্যাম্প গঠন আর এখন নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করা-এসবের সঙ্গে রয়েছে ভারতে মুসলিম ও অন্য সংখ্যালঘুদের গণপিটুনি।


পাল্টা রভীশ কুমার ট্যুইট করেছেন, পাক প্রধানমন্ত্রীর প্রতিটি কথার জবাব দেওয়া প্রয়োজন বলে মনে করি না। ওনার যাবতীয় বক্তব্য অবাঞ্ছিত।
ইমরান আরও বলেছিলেন, বিশ্বের বোঝা উচিত, নাত্সী জার্মানির আধিপত্যবাদী গণহত্যার এজেন্ডার তুষ্টিকরণ থেকে যেমন পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়েছিল, তেমনিই পাকিস্তানকে পরমাণু যুদ্ধের হুমকি সহ মোদীর হিন্দু আধিপত্যবাদী কর্মসূচির ফলে ব্যাপক রক্তক্ষয় হবে, দুনিয়ায় যার পরিণাম হবে সূদূরপ্রসারী। নাত্সী জার্মানির মতোই মোদীর ভারতে বিরুদ্ধ মত খর্ব করা হচ্ছে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই বিশ্বকে সক্রিয় হয়ে মোদীর ভারতের রক্তপাত, যুদ্ধের হুমকির এজেন্ডা মোকাবিলা করতে হবে।