Operation Sindoor: ২ দিনে ১৭ জন সদ্যোজাত কন্যার নাম রাখা হল 'সিঁদুর', অপারেশন সিঁদুরের সাফল্যে খুশি সারা দেশ
India's Retaliation: অপারেশন সিদুঁরের পর ২ দিনে অন্তত ১৭ জন সদ্যোজাত কন্যার নাম রাখা হয়েছে 'সিঁদুর'। এই নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে শিশুদের পরিবারের সদস্যরাই।

Operation Sindoor: পহেলগাঁও হামলার জবাব পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করেছে ভারত। অভিযানের কোডনেম 'অপারেশন সিঁদুর'। ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর বদলা নিয়েছে ভারতের সেনাবাহিনী। আর এই 'অপারেশন সিঁদুর'- এর থেকে অনুপ্রেরণা পেয়ে ১৭ জন নবজাতকের নাম রাখা হয়েছে 'সিঁদুর'। সেনাবাহিনী এবং দেশকে সম্মান জানিয়ে ও ১৭ জন সদ্যোজাত মেয়ের নাম 'সিদুঁর' রাখবে বলেই স্থির করেছেন তাদের পরিবারের সদস্যরা। সংবাদসংস্থা পিটিআই- কে কুশিনগর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডক্টর আর কে শাহি জানিয়েছেন, '১০ এবং ১১ মে- এর মধ্যে, ২ দিনে অন্তত ১৭ জন্য নবজাতক কন্যার নাম রাখা হয়েছে সিঁদুর। পরিবারের লোকেরাই এই নাম ঠিক করেছে।' উত্তরপ্রদেশে দেখা গিয়েছে এই চিত্র।
STORY | 17 newborn girl children named Sindoor in Uttar Pradesh's Kushinagar
— Press Trust of India (@PTI_News) May 12, 2025
READ: https://t.co/KFd2tub0on pic.twitter.com/UXJvQZaSN6
পহেলগাঁও হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। কবে প্রত্যাঘাত হবে? সকলের মনে ঘুরছিল সেই প্রশ্ন। অবশেষে প্রত্যাঘাত হয়। ৭ মে রাতে এয়ার স্ট্রাইক করে ভারত। ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন, জইশ-ই-মহম্মদের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এই হানায় নিকেষ হয়েছে ১০০-রও বেশি জঙ্গি। সেই দলে পহেলগাঁও হামলা, কান্দাহারের বিমান অপহরণের মতো ঘটনার মূলচক্রীরাও রয়েছে। খতম হয়েছে মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আজহারও। এই জঙ্গি কান্দাহারের বিমান অপহরণ, মার্কিন-ইহুদি সাংবাদিকের মুণ্ডচ্ছেদ করে খুনের মতো ঘটনার মাস্টারমাইন্ড ছিল।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে বৈসারন উপত্যকায় সাধারণ নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে হিন্দুদের নিশানা করা হয়েছিল। গুলি করে খুন করা হয় হিন্দু পুরুষদের। বাঁচিয়ে রাখা হয় মহিলা এবং শিশুদের। বলা হয় দেশে ফিরে তাঁরা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ভয়াবহ নৃশংসতার কথা জানায়। ২৬ জন নিহত হন এই জঙ্গি হামলায়। পহেলগাঁওয়ের এই হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিসট্যান্স ফ্রন্ট।
অপারেশন সিঁদুর- এ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের যে সমস্ত এয়ার বেসে আঘাত হেনেছে সেগুলি হল পাসরুর এয়ার ডিফেন্স র্যাডার, চুনিয়া এয়ার ডিফেন্স র্যাডার, আরিফওয়ালা এয়ার ডিফেন্স র্যাডার, সরগোধা এয়ারফিল্ড, রহিম ইয়ার খান এয়ারফিল্ড, চাকালা এয়ারফিল্ড (নুর খান), সুক্কুর এয়ারফিল্ড, ভোলারি এয়ারফিল্ড এবং জেকোবাবাদ এয়ারফিল্ড। শনিবারের স্পেশ্যাল ব্রিফিংয়ে বিশদে এই প্রসঙ্গে তথ্য দিয়েছেন এয়ার মার্শাল এ কে ভারতী।






















