Viral News: TikTok বানাতে সিংহের খাঁচায় যুবক, পরিণতি হল ভয়ঙ্কর
Man in Lion Cage: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সবজাজার এলাকার মিয়াঁ উমর ডোলা পশুপালন কেন্দ্রের ঘটনা।

নয়াদিল্লি: রিলস বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হল পাকিস্তানি যুবকের। মোবাইলের ক্যামেরা অন করে সিংহের খাঁচায় ঢুকেছিলেন তিনি। বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন যদিও। কিন্তু তাঁকে আঁচড়ে-কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে জঙ্গলের রাজা। ঘটনাক্রম জেনে শিউরে উঠছেন মানুষজন। (Viral News)
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সবজাজার এলাকার মিয়াঁ উমর ডোলা পশুপালন কেন্দ্রের ঘটনা। সেখানে খাঁচাবন্দি অবস্থায় ছিল একটি পূর্ণবয়স্ক সিংহ। পশুপালন কেন্দ্রটির মালিকের অনুমতি ছাড়াই সিংহের ওই খাঁচায় ঢুকে পড়েন মহম্মদ আজিম নামের এক যুবক। ( Man in Lion Cage)
জানা গিয়েছে TikTok ভিডিও তৈরির শখ রয়েছে আজিমের। সিংহের ভিডিও তুলতেই খাঁচায় ঢুকেছিলেন তিনি। শুরুতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, মোবাইল ফোনের ক্যামেরা অন করে সিংহের খুব কাছে চলে যান ওই যুবক। এতেই খাপ্পা হয়ে ওঠে সিংহটি। ওই যুবককে আক্রমণ করে সে। ওই যুবক প্রাণে বেঁচে গেলেও, ভয়ঙ্কর ভাবে আহত হয়েছে। (Pakistan News)
A young man was severely injured after attempting to make a TikTok video with a caged lion at a breeding farm in Lahore.
— The Express Tribune (@etribune) January 20, 2025
The incident occurred at the breeding facility of Mian Umar Dola in the Sabzazar area, where Azim, approached the caged lion to film a video, Express News… pic.twitter.com/64FmE7F9bg
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজিমকে আঁচড়ে-কামড়ে দিয়েছে সিংহটি। ওই যুবক মাথায় চোট পেয়েছেন। ক্ষতবিক্ষত হয়ে হয়ে গিয়েছে মুখ, হাত, কাঁধ। সিংহের মুখে পড়ে চিৎকার করতে শুরু করে দেন আজিম। তাঁর সেই চিৎকার মালিকের কানে যায়। সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। পশুপালন কেন্দ্রের মালিক এবং আরও বেশ কয়েক জন মিলে আজিমকে উদ্ধার করে আনেন।
সিংহের খাঁচা থেকে বের করে জিন্নাহ্ হাসপাতালে ভর্তি করা হয় আজিমকে। সেখানে তাঁর চিকিৎসা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি সামনে এসেছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের শয্যা বসে থাকতে দেখা গিয়েছে আজিমকে। তাঁর মুখে রক্তের ধারাও চোখে পড়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এই ঘটনায় পঞ্জাব বন্যপ্রাণ বিভাগের ডিরেক্টর জেনারেল ওই পশুপালন কেন্দ্রের লাইসেন্স বাতিল করেছে। মালিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি পদক্ষেপের নির্দেশও দিয়েছেন তিনি। অতি সম্প্রতি পঞ্জাব প্রদেশের বিধানসভায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে সংশোধন ঘটানো হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, লাইসেন্স ছাড়া খামারে সিংহ, বাঘ, চিতা রাখা বেআইনি কাজ। এর জন্য় অতিরিক্ত খরচও করতে হবে মালিক পক্ষকে।
শুধু তাই নয়, বন্যপ্রাণীদের নিয়ে রিলস তৈরি করার উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। যে বা যাঁরা এতদিন এই সব শর্তাবলী ছাড়াই এতদিন পশুপালন করছিলেন, অবিলম্বে তাঁদের খামার খালি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ওই যুবকের আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।





















